সুনামগঞ্জ-৩: মনোনয়ন চান যুক্তরাজ্য আ.লীগের সা. সম্পাদক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৩, ১:১৪:৪৫ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ সুনামগঞ্জ-৩ আসনে (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন, বর্তমান সরকারের উন্নয়ন, প্রবাসে আওয়ামী লীগের কর্মকাণ্ড ইত্যাদি সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন সাবেক এ ছাত্রলীগ নেতা।
তিনি বলেন, আমি ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় ছেলেবেলায় পাশের বাড়িতে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আতাউর রহমানকে রণাঙ্গনের লড়াকু সৈনিক হিসেবে দেখি সশস্ত্র অবস্থায়, সেই প্রেরণায়ই আমি ছাত্রলীগ করতে শুরু করি, ১৯৭৫ এর মর্মান্তিক ঘটনার দিন আমি সৈয়দপুর দরগাহ জামে মসজিদে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের জন্য আত্মার মাগফেরাত কামনা করি। আমার রাজনৈতিক গুরু ছিলেন জাতীয় নেতা আলহাজ্ব আবদুস সামাদ আজাদ। তাঁর সঙ্গে আমি অসংখ্য নির্বাচনী প্রচারণা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সহযোগী হিসেবে সব সময় আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি কর্মসূচি সফল করতে আমার নেতৃত্বে যুক্তরাজ্য আওয়ামী লীগ সকল কর্মসূচি সম্পাদন করছে। আওয়ামী লীগের আন্তর্জাতিক লবিং মেইনটেইন করতে ব্রিটিশ পার্লামেন্টসহ ইউরোপীয়ান পার্লামেন্ট ছাড়াও সমগ্র ইউরোপে বঙ্গবন্ধু তনয়া শেখ রেহানার নির্দেশ পালন করে যাচ্ছি।
জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রসঙ্গে সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, আমার স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে এই জেলা তথা আমার নির্বাচনী এলাকায় একটি কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে সাধারণের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে কারিগরি জ্ঞান উপযোগী করে তাঁদেরকে গড়ে তুলতে চাই। আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীকে সংশ্লিষ্ট করতে চাই সরাসরি উন্নয়ন ধারায়। আগামী দিনে জঙ্গীবাদ, মৌলবাদ ও দেশবিরোধীদের মোকাবেলা করতে প্রয়োজন দেশপ্রেমিক মানুষের ঐক্য এবং আমার দল আওয়ামী লীগের ঐক্য। আমি সেই লক্ষ্যেই দলীয় নেতাকর্মীদের আপনজন হয়ে সবাইকে সংশ্লিষ্ট করে কাজ করতে চাই। সুনামগঞ্জ জেলাকে একটি আদর্শিক উন্নয়নের মডেল জেলায় রূপান্তরের জন্য কাজ করতে চাই। একটি আধুনিক যুবউন্নয়ন প্রতিষ্ঠা করে সাধারণ যুবক যুবতীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই যেন এরা প্রবাসে গিয়ে কাজ করে বৈদেশিক মুদ্রা আয় করে দেশীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে। সেজন্য আমি আপনাদের মাধ্যমে জানান দিতে চাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যদি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে আমার নির্বাচনী আসন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) এ একজন সংসদ সদস্য হিসেবে জনগণের সেবায় কাজ করার সুযোগ দেন, আমি সে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। সেজন্য আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য।
এসময় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সিনিয়র সাংবাদিক শেরগুল আহমদ, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ কান্তি দে, শাহজাহান চৌধুরী, একেএম মহিম, সেলিম আহমদ তালুকদার, মাছুম হেলাল, এমরানুল হক চৌধুরী, বিন্দু তালুকদার, দেওয়ান গিয়াস প্রমুখ।