চা নিয়ে দেশের ব্র্যান্ডিংয়ের কাজ করছেন শেখ আলিউর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৩, ১:১০:৪৪ অপরাহ্ন
বিশ্বব্যাপী বাংলাদেশের চা সুন্দরভাবে তুলে ধরে এর মাধ্যমে দেশের ব্র্যান্ডিংয়ের জন্য কাজ করছি। সেন্টার ফর এনআরবির কার্যালয়ে মতবিনিময় সভায় লন্ডন টি এক্সচেঞ্জ এর কর্ণধার শেখ আলিউর রহমান ওবিই একথা বলেন।
তিনি বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশের চায়ের মান অনেক নিচে এ ব্যাপারে আমরা ব্যাপকভাবে কাজ করছি । শেখ আলিউর বলেন, ব্রিটিশ রাজ পরিবারের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্কের সুবাদে বিশ্বময় বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরার সুযোগ রয়েছে । তিনি বলেন, বাংলাদেশের চা বোর্ডের সাথে আমরা নিবিড়ভাবে কাজ করছি যাতে চা শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পায় ও কাজের পরিবেশ এবং আন্তর্জাতিক বাজারে চায়ের যথাযথ মূল্য পাওয়া যায়। বাংলাদেশের ব্রান্ডিং এ সেন্টার ফর এনআরবি বিশ্বব্যাপী যে কাজ করছে তা অনন্য উল্লেখ করে তিনি বলেন এনআরবি সেন্টারের সাথে এ ব্যাপারে কাজ করার জন্য আমরা উন্মুখ হয়ে আছি। এনআরবি সেন্টার বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমুর্তি উন্নয়নে যে কাজ করছে তা অসাধারণ ।আমরাও এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে চাই।
বৃহস্পতিবার (৯ই মার্চ) দুপুরে সেন্টার ফর এনআরবির উদ্যোগে “সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্রান্ডিং” শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেন্টারের চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত হয়ে বাংলাদেশের ব্রান্ডিং বিষয়ে বিভিন্ন মতামত রাখেন ব্যাংকার ইশতিয়াক চৌধুরী এয়ার চিফ মার্শাল অবসরপ্রাপ্ত মাসিউ্জজামান সেরনিয়াবাত, ঢাকা চেম্বার এর সাবেক ভাইস প্রেসিডেন্ট সুয়েব চৌধুরী, সাবেক পরিচালক মুক্তার হোসেন চৌধুরী এবং কাজী ফার্মের কর্মকর্তা মাসুম আহমদ।
সভাপতির বক্তব্যে সেকিল চৌধুরী সেন্টারের ওয়ার্ল্ড কনফারেন্স ২০২৩ এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরে সবাইকে দেশের ব্র্যান্ডিং কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান এবং এই কার্যক্রমে আলিউর রহমান ও তার প্রতিষ্ঠানের অংশগ্রহণের আগ্রহকে স্বাগত জানান এবং এ ব্যাপারে সবাইকে কাজ করার জন্য অনুরোধ করেন ।
নিউইয়র্কে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে অনুষ্ঠিতব্য সেন্টার ফর এনআরবি’র কনফারেন্সে অংশগ্রহণ এর জন্য তিনি আলিউর রহমানকে আমন্ত্রণ জানান।