লন্ডনে ‘একজন মিছবাহ জামাল ও তার মিডিয়া জীবন’ গ্রন্থের মোড়ক উন্মোচন ১৩ মার্চ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৩, ১২:২৩:৪৭ অপরাহ্ন
কবি, গীতিকার, গবেষক ও লেখক আব্দুল মুকিত মুকতার এর লেখা মিছবাহ জামালের আত্মজীবনীমুলক গ্রন্থ ‘একজন মিছবাহ জামাল ও তার মিডিয়া জীবন’ এর প্রকাশনা অনুষ্ঠান আগামী ১৩ মার্চ লন্ডনে অনুষ্ঠিত হবে।
৩২৯ রমফোর্ড রোড, লন্ডন ই ৭ ৯ এইচ এ-তে পাম ট্রি হলে (Palm Tree Banqueting Hall. 329 Romford Road, London, E7 9HA) মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি হবে।
এতে কমিউনিটির বিশিষ্ট শিল্পী সাংবাদিক, রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত থাকবেন। কমিউনিটির সবাইকে উপস্থিত থাকার বিশেষ অনুরোধ জানানো হয়েছে।-বিজ্ঞপ্তি