সৌদি আরব: রাজধানী রিয়াদে ৭ মার্চ পালিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৩, ৫:০৫:৪০ অপরাহ্ন
রিয়াদের বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।
অনুপম প্রবাস ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ।
দিবসটি উপলক্ষে সকালে দূতাবাস প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স আবুল হাসান মৃধা। এরপর দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিয়াদের বিভিন্ন সংগঠন এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকেও জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আলোচনা অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আবুল হাসান মৃধা বলেন, বিশ্বের শ্রেষ্ঠতম ভাষণগুলোর মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ অন্যতম। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি ছিল প্রাজ্ঞ ও কৌশলী। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই বাঙালি জাতি বৈষম্য, প্রতারণা আর নির্যাতনের জাঁতাকলে পিষ্ট হয়ে আসছিল। সেই জাতি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ থেকে স্বাধীনতার সুস্পষ্ট দিকনির্দেশনা লাভ করে। এই দিনে বঙ্গবন্ধু বাঙালি জাতির ইতিহাসে শ্রেষ্ঠ মহাকাব্যটি রচনা করেন।
আবুল হাসান মৃধা বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চ তার ভাষণে যে অর্থনৈতিক মুক্তির কথা বলেছিলেন, সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। তিনি প্রবাসীদের ৭ মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা অনুষ্ঠানে দূতাবাসের ডিফেন্স এটাশে ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফারুক বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ ছিল অত্যন্ত প্রাজ্ঞ ও সময়োপযোগী। তিনি সেদিন তার ভাষণে জাতিকে স্বাধীনতার জন্য সব প্রস্তুতি গ্রহণের কথা তুলে ধরেছিলেন। অনেক গবেষক বঙ্গবন্ধুর এ অলিখিত ভাষণকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ বলে স্বীকৃতি দিয়েছেন।
আলোচনা অনুষ্ঠানে রিয়াদপ্রবাসী প্রফেসর এম এ ওয়াদুদ, আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহবুব বক্তব্য দেন। অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রদর্শন করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম।