লন্ডনে চারু চন্দ্র গাইনের সম্মানে নৈশভোজ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৩, ২:০৮:৫৫ অপরাহ্ন
সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি’ র পক্ষ থেকে গত ৫ মার্চ পূর্ব লন্ডনের একটি হোটেলে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদিকা সবিতা রানী বিশ্বাস (বেবী)’র মামা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্নেহভাজন শ্রী চারু চন্দ্র গাইন সাবেক চেয়ারম্যান ও সভাপতি ১নং কলাবাড়ি ইউনিয়ন কোটালী পাড়া গোপালগঞ্জের সম্মানে মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট টি.এম.জানে আলাম (বুলবুল) এবং সাধারণ সম্পাদক হাসিব আহমেদ চৌধুরীর অনুষ্ঠান পরিচালনা করেন।
অনষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের সম্মানে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় ।
সংগঠনের সকল নেতৃবৃন্দ উক্ত মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথি শ্রী চারু চন্দ্র গাইন, সভাপতি অ্যাডভোকেট টি.এম.জানে আলম (বুলবুল),সাধারণ সম্পাদক হাসিব আহমেদ চৌধুরী, উপদেষ্টা কে.এম.এফ.নোমান(দিপু), সহ-সভাপতি সৈয়দ জামান নাসির, উপদেষ্টা কুতুবুল আলম, উপদেষ্টা নূরুন নবী, উপদেষ্টা জহিরুল ইসলাম, সহ-সভাপতি গোলাম ফারুক, উপদেষ্টা ফখরুল ইসলাম, সহ সভাপতি সিরাজুল ইসলাম (কাশেম), সহ সভাপতি কাজী সরোয়ার বাহার, সহ সভাপতি টি.এম.শহিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদিকা সবিতা বিশ্বাস( বেবী), যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুশান্ত ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার হাওলাদার, আওয়ামী যুবলীগ নেতা আনোয়ার খান প্রমূখ।
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরত্ব তুলে ধরেন। প্রবাসী বাঙালি নতুন প্রজন্মের নিকট বঙ্গবন্ধুর আদর্শ ও বাংলাদেশের সঠিক ইতিহাস ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং চালিয়ে যাওয়ার প্রত্য়য় ব্যক্ত করেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বিনির্মাণে বঙ্গকন্যা মাননীয় শেখ হাসিনা ও তার সরকারের ব্যাপক উন্নয়নের প্রশংসা করেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয় করতে দেশবাসীর আহব্বান জানানো হয়। নৈশভোজর মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।-বিজ্ঞপ্তি