প্রগতি সংসদ হবিগঞ্জের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৩, ১২:১০:৪১ অপরাহ্ন
হবিগঞ্জের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সামাজিক সংগঠন প্রগতি সংসদ হবিগঞ্জের বার্ষিক সাধারণ সভা, প্রগতির পথে সাময়িকীর প্রকাশনা ও বনভোজন ৩ মার্চ সংগঠনের সভাপতি আ ফ ম সিরাজুল ইসলাম শামীমের সভাপতিত্বে চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে অনুষ্ঠিত হয়।
এজিএম বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ কছির আহমদের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এজিএম বাস্তবায়ন কমিটির আহবায়ক জহুরচান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন প্রগতি সংসদ হবিগঞ্জ এর সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব ও হামীম গ্রুপের নির্বাহী পরিচালক জালাল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ সমিতি সিলেট এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সাধারণ সম্পাদক তাহের চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী মিজানুর রহমান চৌধুরী শেফাজ।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকার দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সজল, শানখলা ইউপি চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম, অধ্যক্ষ ফারুক উদ্দিন, সাংবাদিক আবুল কালাম আজাদ, এডভোকেট মুন্তাকিম কাউছার, সৈয়দ সায়েদুর রহমান সোহাদ প্রমুখ।
সভায় ঢাকা-সিলেট হাইওয়েতে আন্ডারপাস করে শায়েস্থাগঞ্জ-দেউন্দি রোডকে হাইওয়ের নীচে দিয়ে পার করা, শায়েস্থাগঞ্জ-বাল্লা রেল যোগাযোগ পুন:স্থাপন করাসহ বেশকিছু দাবী বক্তাগণ তুলে ধরেন এবং সংগঠনটির দীর্ঘ ২৬ বছর পথচলার প্রশংসা করে এর যাবতীয় উন্নয়ন কার্যক্রমে পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।-বিজ্ঞপ্তি