জাতীয় পার্টি কারো পক্ষে রাজনীতি করছে না: জি এম কাদের
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৩, ৭:৩১:১৪ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: জাতীয় পার্টি কোনো দলের বি-টিম নয় বা কারও পক্ষে রাজনীতি করছে না বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের।
তিনি বলেন, ‘কারো স্বার্থ রক্ষার জন্য আমরা রাজনীতি করি না। আমাদের রাজনীতি জনগণের স্বার্থ রক্ষার জন্য। জনগণের পছন্দে জনপ্রতিনিধি হতে হবে। আমরা জনগণের সব অধিকার রক্ষা করতেই রাজনীতি করছি। আমরা কোনো দলের বি-টিম নয়। আমরা গণমানুষের টিম হতে রাজনীতি করছি।’
সোমবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে জাতীয় তরুণ পার্টির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দ্রব্যমূলের ঊর্ধ্বগতিতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘দেশের মানুষের আয় বাড়ছে না কিন্তু প্রতিদিনই দ্রব্যমূল্য বেড়েই চলছে। সাধারণ মানুষ সংসার চালাতে পারছে না। সরকার সিন্ডিকেট ভাঙতে পারছে না। গ্রামের মানুষ বাজার করতে পারছে না। খুব সামান্য মানুষ ভালো আছেন। দেশের বেশির ভাগ মানুষই অবর্ননীয় কষ্টে আছেন।’
সরকারি-বেসরকারি পর্যায়ে হজ পালনের খরচ বৃদ্ধির সমালোচনা করেন জাতীয় পার্টির এই শীর্ষ নেতা। বলেন, ‘এবার হজযাত্রীদের জন্য জনপ্রতি প্রায় ৭ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য খরচসহ এই খরচ ৯ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হতে পারে। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ১৭ হাজার মানুষ নিবন্ধন করেছিলেন হজের জন্য। সময় বাড়ানোর কারণে এখন মাত্র ৫০ হাজারের কিছু বেশি মানুষ নিবন্ধন করেছে।
‘অথচ পাশের দেশগুলোতে প্রায় অর্ধেক খরচে সেদেশের মানুষ হজ পালন করতে পারছে। আমরা চাই, ১ লাখ ২৭ হাজার জনই যেন নির্বিঘ্নে হজে যেতে পারেন। প্রয়োজনে ভর্তুকি দিতে হবে হজের জন্য। হজ ফান্ড করতে হবে। সে উদ্যোগ সরকারকেই নিতে হবে।’
জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘যারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে তারাই এখন এর বিরোধিতা করছে। আবার যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরোধিতা করেছে তারাই এখন এর জন্য আন্দোলন করছে। দুটি দলই প্রমাণ করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে। আনুপাতিক হারে নির্বাচন হলেই দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে।’
জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক জাকির হোসেন মৃধার সভাপতিত্বে সভায় জাপার প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, সাবেক এমপি গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।