মাহমাদুর রশীদ ছিলেন দানবীর এবং সাদা মনের মানুষ: স্মরণসভায় বক্তারা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৩, ৫:২০:৩৩ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্যের প্রবীণ কমিউনিটি নেতা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট ইউকে কমিটির চেয়ারম্যান, বিসিএ’র সাবেক প্রেসিডেন্ট, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব মাহমাদুর রশীদ স্মরণে জুম প্লাটফর্মে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
শনিবার (৪ মার্চ) হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট ইউকে কমিটি ও মাহমাদুর রশীদ পরিবারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন লন্ডন মল ভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর জাহাঙ্গীর হক। যৌথভাবে সভা পরিচালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল এবং মনসুর খান।
আলোচনা সভায় যুক্তরাজ্য ও বাংলাদেশ থেকে কমিউনিটির বিশিষ্টজন এতে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, সমাজহিতৈষী মাহমাদুর রশীদ ছিলেন একজন কর্মবীর এবং সাদা মনের মানুষ। যুক্তরাজ্যে সফল একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী ছিলেন। তিনি যুক্তরাজ্য এবং দেশের সংগঠনসহ বিভিন্ন দাতব্য সংস্থার সাথে সরাসরি জড়িত ছিলেন। তাছাড়া দেশের বিভিন্ন জায়গায় মসজিদ, মাদরাসা, এতিমখানা, স্কুল তৈরিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সহযোগিতা করেছেন।
বক্তারা মরহুম মাহমাদুর রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং রুহের মাগফেরাত কামনা করেন। পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মাহমাদুর রশীদের কর্মজীবন এবং স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, ডঃ ওয়ালী তছর উদ্দিন এমবিই, ড. হাসনাত হুসাইন এমবিই, বজলুর রশিদ এমবিই, অলি খান এমবিই, আলহাজ্ব মানিক মিয়া, সাইদুর রহমান রানু, আব্দুল কাদির লস্কর, মোহাম্মদ শামসুদ্দিন, শফিকুল ইসলাম, কামাল ইয়াকুব, কাউন্সিলর পারভেজ আহমেদ, মোহাম্মদ ইছবাহ উদ্দিন, আবদাল মিয়া, আজিজ চৌধুরী, গোলাম রসুল মুহি, মোহাম্মদ ওয়ারিছ আলী, রফিকুল হায়দার, তাইছির মাহমুদ, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, মুহিব উদ্দিন চৌধুরী, মোহিত আহাদ, শাহ আব্দুল মালিক আজাদ, হাফিজ চৌধুরী সোহেল, শরীফ চৌধুরী, কবীর চৌধুরী, মোঃ জাকারিয়া, ডা: সৈয়দ মাসুক আহমদ, সৈয়দ হাসান আহমেদ, মোহাম্মদ নুরুল হক, আসিফ ইকবাল, আব্দুল মোনাফ, জেনি চৌধুরী, আব্দুল মিয়া, হাফিজ নাহমাদ মিসবাহ, সাজু আহমেদ, মনিকা চৌধুরী, আব্দুল মুমিন, শাহজাহান আলী, রাশিদা বেগম, হ্যাপি, জেসমিন চৌধুরী, নুরজাহান সুলেমান, নাহিদা চৌধূরী, নাসির আলী ও এস আই আজাদ আলী সহ অনেকে।
মাহমাদুর রশীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ নাহমাদ মিসবাহ।
উল্লেখ্য, আলহাজ্ব মাহমাদুর রশীদ (৮৭) গত মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি সিলেটের নিজ বাসায় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। বৃহস্পতিবার বাদ জোহর শাহজালাল র: দরগা মসজিদে ১ম জানাজা ও বাদ আসর নিজ এলাকা পশ্চিমভাগ নোয়াগাও জামে মসজিদে ২য় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমকে মায়ের কবরের পাশে সমাহিত করা হয়।
তিনি ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে কমিটির চেয়ারম্যান হিসাবে ২০১৩ সাল থেকে জড়িত ছিলেন ও বিসিএ’র প্রেসিডেন্ট থাকাকালিন সময়ে ও পরে ২০০৯ সাল থেকে তিনি হার্ট ফাউন্ডেশনের পারমানেন্ট ডোনার মেম্বার হিসাবে জড়িত ছিলেন। তিনি হার্ট ফাউন্ডেশনের হাসপাতালের জন্য অসামান্য ও অসাধারণ অবদান রেখে গেছেন বিশেষ করে হাসপাতালের জাকাত ফান্ড সংগ্রহ করে বিভিন্ন সময়ে ফান্ড হস্তান্তর করেছেন।
মাহমাদুর রশীদ বিবিসিসিআই’র ডিরেক্টর, লন্ডন বাংলা প্রেস ক্লাবের দাতা সদস্য ও সিলেট সদর এডুকেশন ট্রাস্টের ফাউন্ডার ট্রাস্টি ছিলেন।