যুক্তরাষ্ট্র বিএনপির ৬ নেতার লন্ডনে তারেক জিয়ার সাথে বৈঠক, মিশ্র প্রতিক্রিয়া
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৩, ৯:৪৫:৫৫ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্র বিএনপির ৬ শীর্ষ নেতা বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে।
লন্ডনের স্থানীয় একটি হোটেলে ১ মার্চ এ বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে যাওয়া নেতারা হলেন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক জিল্লুর রহমান জিল্লু, বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও সাবেক কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মিল্টন ভুইঁয়া, বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইঁয়া, মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দীন ও বিএনপি নেতা মোশাররফ হোসেন সবুজ।তারা জানিয়েছেন, আলোচনায় যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠনই ছিল প্রধান ইস্যু। তারা তারেক রহমানকে বলেন, দলকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র বিএনপির পূর্নাঙ্গ কমিটি প্রয়োজন। সরকার বিরোধী আন্দোলন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে একক প্লাটফর্ম থেকে কাজ করতে হবে। গত এক যুগেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে কোন কমিটি নেই। দলকে সংগঠিত করতেই কমিটি প্রয়োজন। তারা তারেক রহমানকে বলেন, আপনি যে কমিটি দেবেন তা আমরা মাথা পেতে নেব। যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মিরা আপনার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা দেখাবে।
তারেক রহমান তাদের বক্তব্য মনোযোগের সাথে শোনেন এবং বলেন, সবাইকে এক সাথে মিলেমিশে কাজ করতে হবে। এখন পদপদবীর নিয়ে চিন্তা করলে চলবে না। দেশকে বাঁচাতে ও দেশনেত্রীকে রক্ষা করতে আন্দোলনের বিকল্প নেই। যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি অবশ্যই গঠন করা হবে। ঢাকার সাথে আলোচনা করে কমিটি গঠন দেওয়া হবে।
লন্ডনে অবস্থানরত মিল্টন ভূইঁয়া বলেন, দলের গুরত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথা আমরা বলেছি। আমরা পদপদবী নিয়ে লবিং করিনি। আমরা সবাই একবাক্যে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দেবার অনুরোধ করেছি। তিনি অত্যন্ত আগ্রহ নিয়ে আমাদের কথা শুনেছেন এবং কমিটি দেবেন বলে জানিয়েছেন। শীঘ্রই কমিটি দিবেন বলে আশ্বস্ত করেছেন তারেক রহমান। মিল্টন ভূইঁয়া বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে আমরা সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছিলাম। তিনি এপোয়েন্টমেন্ট দেবার পর আমরা সাক্ষাৎ করতে লন্ডন গিয়েছি।
ওদিকে, ৬ নেতার লন্ডন সফর নিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মিদের মাঝে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়ার। লন্ডনের এই সফর নিয়ে তাৎক্ষনিক ক্ষোভ প্রকাশ করে ২৮ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে সভা করেছেন মোস্তফা কামাল পাশা বাবুল, কাজি আযম ও আনোয়ারুল ইসলামরা। তারা বলেছেন, ৬ নেতা যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিনিধি হিসেবে লন্ডন যাননি। তারা তাদের নিজেদের ব্যক্তিগত কাজে লন্ডন গিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির স্থায়ী কমিটি ও নীতি নির্ধারণী নেতৃবৃন্দের কাছে আমাদের প্রত্যাশা যুক্তরাষ্ট্র বিএনপির ব্যপারে যে কোন সিদ্ধান্ত নেয়ার আগে মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মনোভাব ও মতামত জানতে চেষ্টা করবেন।
তাৎক্ষনিক এই সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট জামাল আহমেদ জনি। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। সভাটি পরিচালনা করেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজম।
সভায় টেলিফোনে যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মজিবুর রহমান মজুমদার ও সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট লন্ডন গমনকারী কতিপয় নেতার উদ্দেশে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সভায় আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি এমদাদুল হক কামাল, নূর মোহাম্মদ, আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ও শাহ আলম।