ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৩, ৮:৫২:৪৭ অপরাহ্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ সম্পন্ন হয়েছে। স্বাধীনতার যুদ্ধ শুরুর মাস মার্চে লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যারা জীবন দিয়েছেন, সেইসব শহীদদের স্মৃতির প্রতি উৎসর্গ করে এই খেলা আনন্দঘন পরিবেশে শুরু হয়।
বুধবার ১ মার্চ দুপুরে পূর্বলন্ডনের নিউহাম লেজার সেন্টারে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ব্যাডমিন্টন টুনামেন্ট ২০২৩ উদ্বোধনের আগে বক্তব্য রাখেন — ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনসার আহমদ উল্লাহ, সাবেক সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান, সেক্রেটারী অধ্যাপক মুহাম্মদ সাজিদুর রহমান, জামাল খান, ট্রেজারার মুহাম্মদ সালেহ আহমদ, জুবায়ের আহমদ ও বিশ্ববাংলা নিউজ২৪ এর সম্পাদক শাহ বেলাল প্রমুখ।
বক্তারা বলেন— খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে একজন মানুষের শরীর মন দুই ভাল হয়ে যায়। যেকোন খেলাধুলা ও শরীর চর্চ্চায় ব্যস্থ থেকে যুব সমাজের অবক্ষয়রোধ হতে পারে এটি একটি অনন্য উপায়। মাদকাসক্ত থেকে কমিউনিটির যুব সমাজকে রক্ষা করার অনন্য হাতিয়ার হচ্ছে খেলাধুলা। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আয়োজিত ব্যাডমিন্টন টুনামেন্টের কো- অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন জামাল খান, জুবায়ের আহমদ, আব্দুল বাছির। আব্দুল বাছিত (ইউনুস মিয়া) মইনুল ইসলাম আলমগীর হোসেন আবু বক্কর বেলাল আহমদ হোসেন।
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির দিনভর খেলাশেষে বিজয়ীদের মধ্যে — চ্যাম্পিয়ন হন শামীম আহমদ ও সিমন জুটি এবং রানার্স আপ হন – সুহেদ আহমদ ও আহসান চৌধুরী জুটি। ৩য় হন- আক্তারুজ্জামান ও সৈয়দ আজাদ আলী জুটি, ৪র্থ হন বেলাল ও খোকন জুটি।
প্রত্যেকটি দলের জন্য ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে পুরস্কার ছিল যথাক্রমে ট্রফি ও প্রাইজমানি। বিজয়ীদের মাঝে পুরস্কার ট্রফি ও প্রাইজমানি বিতরণ করেন— লন্ডন এসেম্বলির মেম্বার উনমেশ দেশাই, লন্ডনন্থ বাংলাদেশ হাইকমিশনের কনসুলার দেওয়ান মাহমুদুল হক, লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটের সাবেক কাউন্সিলার স্পিকার আহবাব হোসেন ও ক্রীড়ামোদী, কমিউনিটি এক্টিভিস্ট আহাদ চৌধুরী ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আয়োজিত এ ব্যাডমিন্টন টুনামেন্ট ২০২৩ইং অংশ গ্রহণ করে ২৪টি টিম জুটি। টিম গুলো হচ্ছে, মোস্তফা-কাউসার জুটি , মুকিত-উজ্জ্বল জুটি, তাহের – নুরুজ জুটি, আবু বকর-আলমগীর জুটি, আব্দুর রব- শফিক জুটি, মুমিন মঈন-নোমান জুটি, শামীম-সিমন জুটি, সাফিক-আনোয়ার জুটি, ফারহান-প্রিন্স জুটি, বায়েজিদ-তাহের জুটি, সুয়েদুর-মিনহাজ জুটি, মইনুল-জামাল জুটি, এনাম-শামীম জুটি, বালাল-খোকন জুটি, সেলিম-মাসুম জুটি, সুহেল-শাকিল জুটি, মামুন-মন্জুর জুটি, হাফিজুর-ইনান জুটি, শাহিন-খছরুল জুটি, মিটন-নাসির জুটি, সুহেদ-আহসান জুটি, আখতারুজ্জামান-সৈয়দ আজাদ জুটি, সাইফুল-জুবায়ের জুটি, মাফিক-মাহমুদ জুটি।-বিজ্ঞপ্তি