যুক্তরাজ্য মৎস্যজীবী লীগের আয়োজনে শেখ আজগর লস্করের জন্মদিন পালন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৩, ৯:২৯:২৯ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন শেখ আজগর লস্করের জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্য মৎস্যজীবী লীগের পক্ষ থেকে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ.স.ম মিছবাহ। প্রধান বক্তা যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি সায়েদ আহমদ সাদ।
সভায় সভাপতিত্ব করেন যুগ্ম আহবায়ক সায়াদ শাহিন এবং যুক্তরাজ্য মৎস্যজীবী লীগের সদস্য সচিব জালাল উদ্দীন কারিম পরিচালনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ, মৎসজীবী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।-বিজ্ঞপ্তি