প্রাক্তন কাউন্সিলর কবি শাহ সোহেল আমিনকে নিজ ইউনিয়নবাসীর সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৩, ১২:১৬:০০ অপরাহ্ন
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঐতিহাসিক দিনে ওয়ান পাউন্ড হসপিটালের অন্যতম ট্রাষ্টি এট প্রেস এন্ড মিডিয়া, লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটস এর প্রাক্তন কাউন্সিলর কবি ও গীতিকার শাহ সোহেল আমিনকে প্রদান করা হয় সংবর্ধনা। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশ্বনাথের রামপাশা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের উদ্যোগে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
রামপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে এবং বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশন সভাপতি আরব শাহর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটস এর প্রাক্তন কাউন্সিলর কবি ও গীতিকার শাহ সোহেল আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, জামাল উদ্দিন মেম্বার, এনামুল হক বিজয়, আসাদ আহমদ।
বক্তারা বলেন, সমাজে গুণীজনদের সম্মান প্রদান করা হলে সেখানে গুণীজনদের জন্ম হয়। কবি ও গীতিকার শাহ সোহেল আমিন রামপাশা ইউনিয়নের অহংকার। যিনি বাংলাদেশে উচ্চ শিক্ষা অর্জন করার পাশাপাশি বিলেতেও উচ্চতর ডিগ্রি অর্জন করে নিজ মেধা ও যোগ্যতাবলে লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটস এর গুরুত্বপূর্ণ এলাকায় ভোটের মাধ্যমে কাউন্সিলর নির্বাচিত হয়ে দেশের সুনাম আরও বৃদ্ধি করেন। তাঁর এ অগ্রযাত্রায় আমরা এলাকাবাসীও সম্মানিত বোধ করছি। তারা আরও বলেন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ইউনিয়নের প্রবাসী গুণীজনদের আরও সংবর্ধনা দিয়ে সম্মানিত করা হবে।
আলোচনা সভা শেষে ইউনিয়নবাসীর পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট উপহার দেয়া হয়।-বিজ্ঞপ্তি



