গোয়াইনঘাট: নন্দিরগাঁও অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুলে ৭টি বৃত্তি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ৫:২৯:৩৩ অপরাহ্ন
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০২২ ফলাফলে অসাধারণ সাফল্য দেখিয়ে চমক সৃষ্টি করেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুল।
এবছর বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ৩৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। সারাদেশে ফলাফলের মধ্যেও সাফল্য অর্জন করেছে অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুল।
বৃত্তি পরীক্ষায় ১৮ জন শিক্ষার্থীর মধ্যে ২ জন ট্যালেন্টপুল ১ জন সাধারন গ্রেড ৪ জন স্পেশাল গ্রেডে পাস করায় প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন স্যায়িদা জান্নাত রাফা (ট্যালেন্টপুল), মারিয়া রাশেদ মাহিয়া (ট্যালেন্টপুল),তানিশা বেগম (জেনারেল গ্রেড)। তাইবা জান্নাত তাহসিনা (স্পেশাল গ্রেড), রুহানুজ্জমান তায়্যিব (স্পেশাল গ্রেড), সুহেল আহমদ (স্পেশাল গ্রেড) , মোতাহার হোসেন তাহমিদ (স্পেশাল গ্রেড)।
ফলাফল ঘোষণার পর দেখা গেছে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিজয় চিহ্ন প্রদর্শন করে আনন্দ উৎসব করছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমদ বলেন, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় এ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি। সর্বমহলের সার্বিক সহযোগিতায় আমরা সফলতার ধারা অব্যাহত থাকবে।
বিদ্যালয় ম্যানেজিং ডাইরেক্টর এমডি রফিক আহমদ বলেন, এ বছরের বৃত্তি পরীক্ষার ফলাফলের পেছনে যারা সর্বোচ্চ সময় ব্যয় করেছেন তারা হলেন আমার বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী। সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে পরিচালনা পর্ষদসহ এলাকাবাসী সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।