জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে রোল মডেল এলাকায় গড়ে তুলবো: সৈয়দ ফারুক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ৯:৩৫:১৬ অপরাহ্ন
যুক্তরাজ্য আওয়ামী লীগের সেক্রেটারি সুনামগঞ্জ-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেছেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা স্মার্ট বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। জগন্নাথপুর ও শান্তিগঞ্জের জনগণ আমাকে তাদের প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ দিলে উভয় এলাকাকে একটি রোল মডেল এলাকায় গড়ে তুলবো।
শনিবার ২৫ ফেব্রুয়ারি শান্তিগঞ্জ উপজেলার শিমুল বাক ইউনিয়ন রামেশ্বরপুর বাজারে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের উদ্যোগে আওয়ামীলীগ নেতা আবুল কাশেমের সভাপত্বিতে এবং মোশারফ হোসেন জাকিরে এর পরিচালনায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
সৈয়দ ফারুক বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে যাচ্ছেন। তিনি অবহেলিত গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছেন। দেশের এই উন্নয়ন অগ্রগতির জন্য আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখার আহ্বান জানান।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শিমুল বাক ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডঃ মোশাহেদ হোসেন, স্পেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী, বাজার কমিটির সাধারন সম্পাদক বিপুল দত্ত রায়, সহ -সভাপতি আয়না মিয়া,মানিক মিয়া মাষ্টার, সুকুমার তালুকদার, যুবলীগ নেতা রাজু আহমেদ, যুবলীগ নেতা জয়নাল আবেদিন।-বিজ্ঞপ্তি