যুক্তরাষ্ট্র: শেরপুর জেলা সমিতির বর্ণাঢ্য অভিষেক সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৪:৪৬ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: ব্রংকসের গোল্ডেন প্যালেস পার্টি হল অডিটোরিয়ামে গত ১১ ফেব্রুয়ারি প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনক’র নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির লিডার ডিস্ট্রিক্ট এট লার্জ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য এটর্নি মঈন চৌধুরী।
বিদায়ী সভাপতি মামুন রাশেদেও সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন লিটন জামান। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ফারাহ আখতার সুমনা। অনুষ্ঠানে প্রধান অতিথিকে লাল গোলাপের পাঁপড়ি দিয়ে বরণ করেন ছোট্ট মনি নাফিসা আনজুম ও সুমিত।
অনুষ্ঠানে নব -নির্বাচিত কার্যকরী কমিটির কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান সংগঠনের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার, আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, লেখক মো. আবুল কাশেম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- প্রবাস পত্রিকা সম্পাদক-সাংবাদিক মোহাম্মদ সাঈদ, উপদেষ্টা মো. আখতারুজজামান, মো. ফারুক মিয়া, হামিদুর রহমান, প্রতোষ চক্রবর্তী, মোসলেহ উদ্দীন, সিরাজুল ইসলাম, ছামিদুল হক ঝন্টু, রেখা জামান চৌধুরী, রাকিবুল ইসলাম রাসেল, মো. আল আমিন, রানা রায়হান প্রমুখ।
নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন- নাহিদ রায়হান লিখন (সভাপতি); সিরাজুল ইসলাম (সাধারণ সম্পাদক); আক্তারুজামান (সিনিয়র সহ-সভাপতি); ছামেদুল হক ঝন্টু, মো. আল আমিন ও এসএম আসাদুজামান সেলিম (সহ-সভাপতি); নাইছ চৌধুরী (যুগ্ম-সম্পাদক); রেখা জামান চৌধুরী (সহকারী যুগ্ম-সম্পাদক); রাকিবুল ইসলাম রাসেল (কোষাধ্যক্ষ); খন্দকার মেহেদী হাসান (সাংঠনিক সম্পাদক); মোছা. সাবিনা ইয়াসমিন (সমাজকল্যাণ সম্পাদক); হিসাম হোসেন (প্রচার ও দপ্তর সম্পাদক); শফিউল আলম সোহাগ (সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক)।
সিনিয়র সদস্যরা হলেন- মামুন রাশেদ, মাসুদ পারভেজ মুক্তা, মোস্তফা সাদী, সাবেরা জামান চৌধুরী, শহীদুল আলম শাহীন, হাসান মুহাম্মদ কিবরিয়া পিপন, লিটন জামান, শাহীনূর আলম শাহীন, মো. আবু রায়হান ও গৌতম চক্রবর্তী মিন্টু।
নুতন কমিটির কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেন সাংবাদিক ও লেখক মো. আবুল কাশেম। প্রধান অতিথির বক্তব্যে এটর্নি মঈন চৌধুরী বলেন, প্রবাসে কমিউনিটির ঐক্যের বিকল্প নেই। এখানে সবাই আমরা বাংলাদেশি। কোন দলের নেতা বা কর্মী নই। প্রবাসীরা সমষ্টিগতভাবে বাংলাদেশের জন্য কাজ করছে। তাদের জন্যই দেশের অর্থনৈতিক চাকা সচল রয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটিকে আমার ল’ ফার্ম আইনী সেবা দিয়ে আসছে। এক্সিডেন্ট ও ইমিগ্রেশন কেসসহ নানাবিধ সমস্যায় আমার অফিসে যোগাযোগ করতে পারেন। আমরা উৎকৃষ্ট সেবা দিতে সদা প্রস্তুত।
এ দেশে প্রাপ্য অধিকার আদায়ের লক্ষ্যে মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি সবাইক আহ্বান জানান।
সাংবাদিক মোহাম্মদ সাঈদ বিদায়ী কমিটিকে শুভেচ্ছা ও নুতন কমিটিকে উষ্ণ অভিনন্দন জানিয়ে কমিউনিটিতে শেরপুরের গৌরবময় ঐতিহ্যকে তুলে ধরার জন্য নব-নির্বাচিত কর্মকর্তাদের আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা, লেখক-সাংবাদিক আবুল কাশেম বক্তব্যে শেরপুরের স্থানীয় নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, শেরপুরের ১৫ লক্ষ আপামর গণমানুষের ব্রিটিশ-ভারত আমল থেকে দীর্ঘদিনের দাবি জামালপুরের পিয়ারপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র ৬৯ কিমি রেল লাইন স্থাপন। বর্তমান সরকার তাদের ভিশন-২০৪০ বাস্তবায়নের লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য মেগা মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। অথচ সেখানে শেরপুরে গণমানুষের প্রাণের ছোট্ট একটি দাবি পূরণ হচ্ছে না। এজন্য তিনি শেরপুরের স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের কোন্দলকে দায়ী করেন।
তিনি আসছে সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে আসলে তাঁর কাছে শেরপুরে রেল লাইন স্থাপনের দাবিতে কমিটির সবাইকে নিয়ে স্মারকলিপি প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি উপস্থিত সবাইকে নিজ নিজ এলাকায় যে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন, সেসব স্কুল/কলেজ/মাদরাসায় বাবা-মা, ছেলে-মেয়ের নামে শিক্ষা ফাউন্ডেশন গঠন করে সংশ্লিষ্ট এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক নাইছ চৌধুরীর পরিচালনায় সাংস্কৃতিক পর্বে হারানো দিনের দেশের গান পরিবেশন করেন ক্লোজআপ ওয়ানখ্যাত সংগীত শিল্পী শশী, শামীম রেজা ও অন্যান্য শিল্পীরা।