নিউইয়র্ক: বাংলাদেশিদের অবদানের স্বীকৃতি ‘বাংলাদেশ স্ট্রিট’ বিল পাস
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২:৩৫:১২ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস-এর ৭৩ স্ট্রিটের নাম এখন ‘বাংলাদেশ স্ট্রিট। বাংলাদেশিদের বহুমুখি অবদানের স্বীকৃতি হিসেবে সিটি কর্তৃপক্ষের শতভাগ সমর্থনে এই বিলটি পাস হয়েছে বৃহস্পতিবার।
এর পেছনে সবচেয়ে বড় অবদান উপমহাদেশের বংশোদ্ভুত ডিস্ট্রিক্ট ২৫ এর কাউন্সিলম্যান শেখর কৃষ্ণানের। নির্বাচিত কাউন্সিলম্যান হিসেবে তিনি বাংলাদেশি সমাজের প্রতি তার অশেষ কৃতজ্ঞতার স্বাক্ষর রেখেছেন। তিনি সকল নির্বাচনী প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করে চলেছেন। তাছাড়া মেয়র এরিক এডামস্ এর সর্বোচ্চ আন্তরিকতার কারণেই তিনিসহ সকল কাউন্সিলম্যান বাংলাদেশিদের দায়িত্ব, কর্তব্য ও অবদানের মূল্যায়ন করতে পারছেন বলে মনে সেখানে থাকা বাংলাদেশিরা।
নিউইয়র্ক সিটি কাউন্সিল ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপনের ঘোষণা দিয়েছে। ব্রংক্সের বাংলাদেশী অধ্যুষিত পার্কচেস্টার এলাকা থেকে নির্বাচিত কাউন্সিল উইমেন উত্থাপিত একটি রেজোল্যুশন গৃহীত হয়েছে। ওই রেজোল্যুশনের কো-স্পন্সর বাংলাদেশী বংশোদ্ভুত কাউন্সিল উইমেন ব্রুকলীন থেকে নির্বাচিত শাহানা হানিফ।
রেজল্যুশনের অন্য স্পন্সররা হলেন কাউন্সিল সদস্য টিফানি ক্যাভান, জুলি ওয়ান, কৃস্টাল হাডসন, শেখর কৃষ্ণান, এরিক ডাইনোউইটজ, নাতাশা উইলিয়ামস, চি ওসি, অ্যালেক্স এ্যাভাইলস, ক্রিস্টোফার মার্টি, ফারাহ লুইস, জুলি মেনিন, পিয়েরিনা এ্যানা স্যানচেজ, কারলিনা রিভেরা, মারজোরি ভেলাজকুয়েজ ও জেমস জিনারো। গৃহীত সিদ্ধান্তে বলা হয়, মাতৃভাষার প্রতি মর্যাদা প্রদর্শনের ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীতে নজির সৃষ্টি করেছে, তা পৃথিবীর সকল জাতিগোষ্ঠির জন্য অনুসরণীয়। ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি সম্মান জ্ঞাপন নিউইয়র্কবাসীর জন্যও বড় দায়িত্ব। এখানে যে সাংস্কৃতিক বৈচিত্র রয়েছে তাকে উর্ধে তুলে ধরার জন্যই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হচ্ছে।
সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান জ্যাকসন হাইটসে ৭৩ স্ট্রিটকে বাংলাদেশ স্ট্রিট নামকরণের পাশাপাশি এলমহার্স্টে কুইন্স বুলোভার্ড ও ৫৫ রোডের কর্ণারটির নামকরণও করলেন দুর্ঘটনায় নিহত বাঙালি তরুণ ‘আসিফ রহমান ওয়ে’। গত বৃহস্পতিবার নিউইয়র্ক সিটির যে ১২৯টি স্ট্রিটের নতুন নামকরণ করা হয়, তার মধ্যে একটি ‘আসিফ রহমান ওয়ে’। আসিফ রহমান কুইন্স বুলোভার্ডের সার্ভিস রোডে মৃত্যুবরণ করেন ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি।