খেলাধুলা যুবসমাজকে মাদকসহ অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখে: শফিক চৌধুরী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩:৩৮ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের আমলে খেলাধুলার ব্যাপক উন্নতি হয়েছে। খেলাধুলা যুবসমাজকে মাদকসহ অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখার পাশাপাশি শরীর গঠনে গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বুধবার (২২ ফেব্রুয়ারি) সিলেটের বিশ্বনাথে পৌর শহরের পূর্ব চান্দশীর কাপন-বিদায় সুলপানি গ্রাম সংলগ্ন মাঠে ‘বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত ২৬তম টি-২০ নকআউট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
ফাইনাল খেলায় মানিক মিয়া ক্রিকেট ক্লাব (ভোগশাইল) ৬ রানের ব্যবধানে পুষ্পকলি স্পোর্টিং ক্লাব (চান্দশীরকাপন)’কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন মানিক মিয়া ক্রিকেট ক্লাবের সাকিব আহমদ, ম্যান অব দ্যা টুর্ণামেন্ট ও সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হন পুষ্পকলি স্পোর্টিং ক্লাবের আমির হামজা রুকেল এবং সর্বোচ্চ রান সংগ্রহকারী হন একই ক্লাবের বাপ্পী আহমদ।
বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আরব শাহ’র সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক একেএম তুহেমের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যুক্তরাজ্য প্রবাসী ও টুর্ণামেন্টের প্রথম পুরস্কার দাতা মাহবুব মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য আশিক আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী, সৌদি আরব প্রবাসী ও টুর্ণামেন্টের দ্বিতীয় পুরস্কার দাতা মোহাম্মদ ছোরাব আলী, বিশ্বনাথ প্রেস ক্লাব ও উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম মেম্বার।
সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুকন।



