বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৭:৫৩ অপরাহ্ন
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল (বিবিসিজিএইচ)-এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ২০ ফেব্রুয়ারি সোমবার উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে হাসপাতাল কর্তৃক চলমান স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে চক্ষুসেবা ও চোখের ছানি অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়।
এই উপলক্ষ্যে হাসপাতাল প্রাঙ্গণে সকাল ১০টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। হাসপাতালের সিইও এন্ড এমডি এম সাব উদ্দিনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ জিয়াউদ্দিন আহমেদ এবং বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব) মোহাম্মদ আব্দুস সালাম বীরপ্রতীক।
সভার প্রধান অতিথি এডভোকেট নাসির উদ্দিন খান তাঁর বক্তব্যে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম ও প্রবাসীদের উদ্যোগে হাসপাতালের ক্রমবর্ধমান অগ্রযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
উক্ত আলোচনা সভার অতিথি অধ্যাপক ডাঃ জিয়াউদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে বলেন, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল একটি মানবিক চিকিৎসা সেবা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সমৃদ্ধির জন্য ক্যান্সারের পাশাপাশি কিডনি রোগীগণের চিকিৎসা সুবিধা বৃদ্ধির জন্য আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে এবং সিলেট কিডনি ফাউন্ডেশন ও বিবিসিজিএইচ যাহাতে পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে সেবা প্রদান করতে পারে সেই লক্ষ্যে শীঘ্রই বিয়ানিবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে ডায়ালাইসিসসহ বিশেষজ্ঞ সেবা প্রদান করা হবে।
এই সময় হাসপাতালের সিইও এন্ড এমডি এম সাব উদ্দিন হাসপাতাল কর্তৃক গৃহীত বিভিন্ন কর্ম-পরিকল্পনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, সকলের সহযোগিতায় অতি শীঘ্রই এই হাসপাতালে ক্যান্সারসহ অন্যান্য স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিতে আরও অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামাদির সংযোজন করা হবে, ইনশাল্লাহ। একটি মোবাইল ক্লিনিক অনতিবিলম্বে বাস্থবায়ন করা হবে যার মাধ্যমে প্রত্যন্ত এলাকায় ক্যান্সার স্ক্রীনিং সেবাসহ জরুরি স্বাস্থ্য সেবা প্রদান আরো সহজতর হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন, বিবিসিজিএইচ-এর অন্যতম উপদেষ্ঠা আলহাজ্ব বুরহান উদ্দিন, অন্যতম ট্রাস্টি আলহাজ্ব সৈয়দ আব্দুর রাজ্জাক, হাসপাতালের ডেপুটি ফাইনান্স ডাইরেক্টর ও ট্রাস্টি মঞ্জুরুস সামাদ চৌধুরী মামুন, কান্ট্রি ডাইরেক্টর তোফায়েল খান, বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান খান, বিশিষ্ট সমাজ সেবক দেওয়ান মকসুদুল ইসলাম আউওয়াল, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার সভাপতি হাসপাতালের কোর্ডিনেটর জাকির হোসাইন খান, হাসপাতালের আজীবন সদস্য যুক্তরাজ্য প্রবাসী বিলাল বদরুল, বিয়ানীবাজার থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মাসুদুল আমিন, যুক্তরাষ্টের বাঙালী কমিউনিটির অন্যতম নেতা বদরুল হক, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ফ্য়জুর রহমান চৌধুরী ও বেগম ফয়জুর রহমান চৌধুরী, স্থানীয় রাজনীতিবিদ আলমগীর হোসেন রুনু, চ্যানেল এস-এর ব্যুরো চীফ ও ভয়েস অব সিলেটের স্বত্বাধিকারী মইন উদ্দিন মঞ্জু, বিয়ানীবাজার জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আহমেদ ফায়সাল, হাসপাতালের আরএমও ডাঃ কাওসার রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীবৃন্দ।
বিবিসিজিএইচ-এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিনামূল্যে চক্ষুসেবা ও ছানী অপারেশন ক্যাম্পে প্রায় তিন শতাধিক চক্ষু রোগী বিনামূল্যে চক্ষুসেবা গ্রহণ করেন। আগত সেবাপ্রার্থীগণ হাসপাতাল কর্তৃক পরিচালিত সার্বিক সেবা কার্যক্রমের প্রশংসা করেন।-বিজ্ঞপ্তি



