ইতালিতে মাতৃভাষা দিবস উপলক্ষে কোরআন প্রতিযোগিতা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ৯:৩৪:০৪ অপরাহ্ন
ইসমাইল হোসেন স্বপন, ইতালি : ইতালিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে কোরআনের তর্জমা, কিরাত এবং কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে মেসত্রের স্থানীয় একটি মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস। অনুষ্ঠানে উপস্থাপনা করেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল।
রোববার সকাল সাড়ে ১০ টায় মেসত্রের বাইতুল মা’মুর কেন্দ্রীয় জামে মসজিদ ভরে ওঠে অভিবাসী কোরান প্রতিযোগী শিশু কিশোর, অভিভাবক এবং কমিউনিটির নেতৃবৃন্দে।
চার জন বিচারক প্রতিযোগীতার কার্যক্রম পরিচালনা করেন। যথাক্রমে তিন বিভাগে (ক.খ.গ) মোট ৯১ জন শিশু কিশোর প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।
ক বিভাবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে যথাক্রমে, তায়েফ, আলভি এবং রিয়াদ। খ এবং গ বিভাগে আবিদ খান, আয়শা, জান্নত, মিলিসা, ফারাবি, দিয়ান হাজারী।
অভিভাবকদের জন্য ইসলামি কুইজ প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে, ইমাম হোসেন, মশিউর রহমান এবং মামুন।
বাদ জোহর প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা পলাশ রহমান এবং প্রধান অতিথি ফরিদুল ইসলাম আনিস সংক্ষিপ্ত বক্তৃব রাখেন।
প্রতিযোগীতার বিচারক এবং স্থানীয় আলেমগণ বলেন, ইসলামে মাতৃভাষার বিশেষ গুরুত্ব আছে। আমাদের মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তারা নিশ্চই আল্লাহর কাছে উচ্চ মর্যাদা পাবেন। আমরা তাদের জন্য দোয়া করি এবং ভেনিসের বাংলাদেশি সাংবাদিকদের এই উদ্যোগকে প্রবাসী শিশু কিশোরদের সঠিক পথে থাকার শিড়ি হিসাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্টানে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা আমিনুল হাজারী, সোহেলা আক্তার বিপ্লবী , সোহানুর রহমান উজ্জল, শাইখ আহমেদ, জুম্মন অনিক, রফিকুল ইসলাম সবুজ, অহিদুল ইসলাম, আরিফুজ্জামান, দিলরুবা জামান , জিয়াউর রহমান খান সোহেল।
এছাড়াও এই অনুষ্ঠানে ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দসহ অনেকেই অংশগ্রহণ করেন।