হঠাৎ ট্রেনে ইউক্রেনে জো বাইডেন যে কারণে (ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ৯:৫৫:২৭ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
পোল্যান্ড সীমান্ত থেকে ট্রেনে চেপে ১০ ঘণ্টার যাত্রা শেষে তিনি কিয়েভে পৌঁছান।
ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির আগমুহূর্তে মার্কিন প্রেসিডেন্টের আকস্মিক এ সফর নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ইউক্রেনে রুশ হামলার এক বছর হতে চলেছে আগামী ২৪ ফেব্রুয়ারি। বিশ্লেষকরা বলছেন, এমন সময় বাইডেনের ইউক্রেন সফর বিশেষ তাৎপর্য বহন করে।
মূলত নিরাপত্তার স্বার্থে বাইডেনের এ সফর সম্পর্কে পূর্ব ঘোষণা দেওয়া হয়নি।
ইতোমধ্যে দেশটিতে সফরে গিয়ে ইউক্রেনের নাগরিকদের প্রশংসা করেছেন জো বাইডেন। তিনি বলেছেন, সামরিক অভিজ্ঞতা না থাকার পরই এ দেশের মানুষ যুদ্ধে নেমেছে। এ সময় তাদের দেশপ্রেমিক আখ্যা দিয়েছেন জো বাইডেন।
নিউইয়র্ক টাইমস লিখেছে, হোয়াইট হাউস রোববার রাতে প্রেসিডেন্টের যে কর্মসূচি প্রকাশ করে তাতে দেখা যায়, সোমবার প্রেসিডেন্ট ওয়াশিংটনে থাকবেন। এরপর তিনি সন্ধ্যায় ওয়ারশর উদ্দেশে রওনা দেবেন। আসলে তিনি ততক্ষণে সেখানে চলে গেছেন।
হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান, শুক্রবার ওভাল অফিসে বসে বাইডেন ইউক্রেনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তবে অত্যন্ত গোপনীয় এ সফরের পরিকল্পনা কয়েক মাস ধরে চলছিল।
বাইডেন রোববার ভোর সোয়া ৪টায় পোল্যান্ডের উদ্দেশে এয়ারফোর্স ওয়ানে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। গোপনীয়তার শপথ পড়িয়ে শুধু কয়েকজন সাংবাদিককে এ তথ্য জানানো হয়। এ সময় তাঁদের ফোনও সরিয়ে নেওয়া হয়।
ইউক্রেন সফর শেষে বাইডেন পোল্যান্ডে দু’দিনের সফর শুরু করেন। কিয়েভে বাইডেনের সফরকে প্রতীকী সফর হিসেবেই দেখা হচ্ছে। ইউক্রেনকে দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এক বিবৃতিতে বাইডেন বলেন, কিয়েভে তাঁর সফর ইউক্রেনের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থনের প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করবে। তিনি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নিহত ইউক্রেনীয় সৈন্যদের স্মরণে তৈরি এক স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন। এরপর টেলিভিশনে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন।
বাইডেন বলেন, রাশিয়া মানচিত্র থেকে ইউক্রেনকে মুছে ফেলার চেষ্টা করেছে। তবে প্রেসিডেন্ট পুতিনের যুদ্ধজয়ের স্বপ্ন মুছে গেছে। ‘কিয়েভ আমার হৃদয়ের একটি অংশ দখল করেছে’ বলেও মন্তব্য করেন তিনি।
রাশিয়ার আগ্রাসন সাহসের সঙ্গে প্রতিরোধ করে যাওয়ার জন্য ইউক্রেনীয়দের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ইউক্রেনকে যে মূল্য দিতে হয়েছে, তা খুবই চড়া। এ পর্যন্ত ত্যাগ স্বীকারও করতে হয়েছে অনেক। আমরা জানি, আগামী সপ্তাহ, বছরগুলোতে কঠিন দিন সামনে আছে।’
বাইডেন বলেন, ‘পুতিন প্রায় এক বছর আগে যখন আগ্রাসন শুরু করেছিলেন, তখন তিনি ভেবেছিলেন ইউক্রেন দুর্বল। আর পশ্চিমারা বিভক্ত। তিনি ভেবেছিলেন, তিনি আমাদের উতরে যেতে পারবেন। কিন্তু তিনি ভুল করেছিলেন।’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঝটিকা সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মারিনস্কি প্রাসাদে দেখা করেন। ছবি- এপি।
টেলিগ্রামের এক পোস্টে বাইডেনের সঙ্গে হাত মেলানোর ছবি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সেখানে তিনি লেখেন, ‘জোসেফ বাইডেন, কিয়েভে আপনাকে স্বাগতম! আপনার এই সফর সব ইউক্রেনীয়ের জন্য সমর্থনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতীক।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইউক্রেনের জন্য আরও ৫০ কোটি ডলারের অস্ত্র গোলাবারুদ, ট্যাঙ্ক-বিধ্বংসী অস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা রাডার সরবরাহের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপেরও অঙ্গীকার করেছেন তিনি।
US President Joe Biden has made an unannounced visit to Ukraine.
As he walked through central Kyiv with President Zelenskyy, sirens warned of a possible Russian attack.
🔗: https://t.co/Q4PQipYNgw pic.twitter.com/pLETpPL1to
— Al Jazeera English (@AJEnglish) February 20, 2023




