ভূমিকম্প সিলেটে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২:০৯:৪১ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেটের ছাতক ও এর আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে ছাতকের উত্তর-পূর্বে ১১ কিলোমিটার দূরে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে ভূমিকম্পটি উৎপত্তি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ৬৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে।
বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।
আবহাওয়া অধিদপ্তরের বার্তা নিম্নরূপ-
মাত্রা : mb 4.3 (রিখটার স্কেল)
অঞ্চল : মেঘালয়, ভারত ও বাংলাদেশ বর্ডার
তারিখ /সময় : 2023-02-16 03:56:29.1 UTC
অবস্থান : 25.11 N ; 91.75 E
গভীরতা : 65 কিমি
দূরত্ব : 26 কিমি NW সিলেট, বাংলাদেশ / POP: 237,000 / স্থানীয় সময়: 09:56:29.1 2023-02-16
ছাতকের 11 কিমি NE, বাংলাদেশ / POP: 39,200 / স্থানীয় সময়: 09:56:29.1 2023-02-16
⏰আপডেট : ১৬ই ফেব্রুয়ারী সকাল ১১টা বেজে ১০ মিনিট।
🛰BWOT Weather HQ Bangladesh. Thanks Everyone




