যুক্তরাষ্ট্র: মিশিগানে বিশ্ববিদ্যালয়ে গুলি, নিহত ৩
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪২:৪৮ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর প্রকাশ্য গুলিতে অন্তত তিনজন নিহত ও আরও ৫ জন আহত হয়েছেন। সোমবার রাতে গুলি করে সন্দেহভাজন হামলাকারী পালিয়ে গেছে। খবর রয়টার্স ও এনডিটিভির।
সন্দেহভাজন একজনকে ধরতে ওই এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।




