‘একজন মিছবাহ জামাল ও তার মিডিয়া জীবন’ প্রকাশিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ৯:৪২:১৯ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক: ‘আমি মিছবাহ জামালকে চিনি দুই দশক ধরে। আমার যতদূর মনে পড়ে, ২০০২ সালের শুরুতে মিছবাহ জামাল বঙ্গভবনে এসেছিলেন লন্ডনের সানরাইজ বাংলা রেডি-র হয়ে আমার সাক্ষাৎকার গ্রহণের জন্যে। …মিছবাহ জামাল দুই দশকেরও বেশি লন্ডনের মিডিয়া জগতে বেশ সুনামের সঙ্গে বিচরণ করছেন। একজন সদালাপী হাসিখুশি মানুষ হিসেবেও মিছবাহ জামাল সর্বমহলে নন্দিত ও প্রশংসিত।’
এ কথাগুলো দেশের সাবেক রাষ্ট্রপতি প্রফেসর এ.কিউ.এম. বদরুদ্দোজা চৌধুরীর। তিনি একজন মিছবাহ জামাল ও তার মিডিয়া জীবন বইটির শুরুতে যে শুভেচ্ছা বাণী দিয়েছেন তা থেকে উদ্ধৃত। বিলাতে একজন মিডিয়া ব্যক্তিত্বের কর্মতৎপরতার ভাল ডকুমেন্টেশন বইটি। যথেষ্ঠ আলোকচিত্র সম্বলিত বইটি লিপিবদ্ধ করেছেন আব্দুল মুকিত মুখতার।
বক্তব্য রাখছেন অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ সিলেট জেলা আওয়ামীলীগের ১ম যুগ্ম সম্পাদক রোটারিয়ান হুমায়ুন ইসলাম কামাল
ইতোমধ্যে একজন মিছবাহ জামাল ও তার মিডিয়া জীবন বইটির প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বুধবার (১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমীর আয়োজনে, অমর একুশে বইমেলায়।
উল্লেখ্য, একুশে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে বইটির প্রকাশনা উপলক্ষে মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে সিলেট প্রেসক্লাবে সাংবাদিক, লেখক ও গবেষক কবি আব্দুল মুকিত মুখতার বইটির বিভিন্ন দিক তুলে ধরেন এক মতবিনিময় সভায়।
আলোচনা করছেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, পাশে উপবিষ্ট দৈনিক পূন্যভুমি সম্পাদক আবু তালেব মুরাদ ও মিছবাহ জামাল।
এতে সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বলেন, মিছবাহ জামাল, মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে দেশে বিদেশে সু-প্রতিষ্ঠিত। সত্যিকার অর্থে তিনি খুব কম সময়ের ভেতরেই নজর কেড়েছেন প্রবাসে বাংগালী কমিউনিটির। ইকবাল সিদ্দিকী বলেন, আমার জানামতে মিছবাহ জামাল প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যা বইটিতে বিভিন্ন জনের লেখা থেকে ফুটে উঠেছে।
গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, রোটারিয়ান হুমায়ুন ইসলাম কামাল এতে সভাপতিত্ব করেন। দৈনিক পুণ্যভূমির সম্পাদক আবু তালেব মুরাদের অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সভায় স্পেকট্রাম রেডিও ইউকের পরিচালক মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল তার গ্রন্থের প্রকাশনার কারণ উল্লেখ করে বলেন, তার বাবা মরহুম নাছির উদ্দিন আহমদের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক বীর প্রতীক, প্রবাসী কমিউনিটির এম শামস উদ্দিন, মানিক মিয়া, অহিদ উদ্দিন, ইনামুল মুনিম শামীম লোদী, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, মনসুর আহমদ খান, বাংলাদেশ ওভারসীজ জার্নালিস্ট এসোসিয়েসন এর সভাপতি খালেদ আহমদ, সিনিয়র সাংবাদিক ফয়ছল আলম, এডভোকেট বদরুল আহমদ, প্রতিদিনের বাংলাদেশের স্টাফ রিপোর্টার কাউসার আহমেদ, কাজী মামুনুর রশিদ, আহমদ শমসের সিরাজ এবং আহমদ আফজাল সিরাজ প্রমূখ।
অনুষ্ঠানে আগত অতিথিদের হাতে বইটি
এছাড়া ঢাকায় প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন (অব.) এম সাত্তার, কামরুল হাসান, প্রিয়ব্রত চৌধুরী, সংগীতশিল্পী আতিক হাসান, মনসুর আহমদ খান, অহিদ উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, মুক্তাছিদ খান এবং মিছবাহ জামাল।