শীতার্তদের মাঝে আলোকিত নন্দিরগাঁও স্টুডেন্ট ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৫:৩৪ অপরাহ্ন
তিবিয়ান মাহবুব : দেশে চলছে কনকনে শীত। ঠান্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। শীতের তীব্রতা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে অল্প আয়ের মানুষকে।
উষ্ণতার পরশ বুলিয়ে দিতে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালো আলোকিত নন্দিরগাঁও স্টুডেন্ট ট্রাস্ট।
“রুক্ষ শীতের তীব্রতাতে হিমশীতল অনাদরে, মানবতাকে জড়িয়ে দেই উষ্ণতার চাদরে”
এই স্লোগান কে সামনে রেখে সংগঠনটির উদ্যোগে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও গ্রামে অক্সফোর্ড প্রি ক্যাডেট স্কুলে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শনিবার ২৮শে জানুয়ারী আলোকিত নন্দিরগাঁও স্টুডেন্ট ট্রাস্টের ১ম বারের মত শীতবস্ত্র বিতরণ কর্মসূচী সম্পাদন করে।শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর সার্বিক সহযোগিতায় ছিলেন প্রত্যাশা যুব সংঘের সাবেক সভাপতি ও অক্সফোর্ড প্রি ক্যাডেট স্কুলের সম্মানিত পরিচালক তরুণ সমাজসেবক বদরুল ইসলাম বদর ও নন্দিরগাঁও ইউনিয়ন ছাত্র কল্যান পরিষদের সাধারন সম্পাদক কে এম শাহিন আহমদ । কর্মসূচিটিতে আলোকিত নন্দিরগাঁও স্টুডেন্ট ট্রাষ্টের সহযোগিতায় শীতবস্ত্র সফলভাবে বিতরণ সম্পন্ন করা হয়।
শীতের এই মৌসুমে প্রায় ৫০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিয়েছে ’ ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্সফোর্ড প্রি ক্যাডেট স্কুলের পরিচালক তরুন সমাজসেবক বদরুল ইসলাম বদর, নন্দিরগাঁও ইউনিয়ন ছাত্রকল্যান পরিষদের সাধারন সম্পাদক কে এম শাহিন আহমদ, অক্সফোর্ড প্রি ক্যাডট স্কুলের সহকারী শিক্ষক তিবিয়ান মাহবুব, সংগঠনের সভাপতি আশরাফ হোসেন, সাধারন সম্পাদক তোষার আহমদ রিপন, সাদিকুর রহমান, তোফায়েল আহমেদ, জুবায়ের আহমদ, সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বদরুল ইসলাম বদর বলেন; শীতের তীব্রতায় দুস্থ, অসহায় মানুষগুলো তাদের স্বাভাবিক কাজকর্ম করতে ব্যহত হচ্ছে। এসব অসহায় মানুষের কষ্ট লাঘব করতে আমাদের এই শীতবস্ত্র বিতরণ করা। আলোকিত নন্দিরগাঁও স্টুডেন্ট ট্রাষ্টের হাত ধরে উষ্ণতার পরশ ছড়িয়ে যাক চারিদিকের অসহায় মানুষগুলোর মধ্য । ভবিষ্যতে এই সংগঠনের কার্যক্রম সারা উপজেলায় ছড়িয়ে পড়ুক এই আশাবাদ ব্যক্ত করি।