দিনে পদযাত্রা, রাতে এম্বেসিযাত্রা বিএনপির: তথ্যমন্ত্রী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৩:৫২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি আন্দোলন করতে পারে না, পারে শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করতে, বিএনপির কতটুকু শক্তি আমাদের জানা আছে ‘
তিনি বলেন, ‘বিএনপির কাজ হচ্ছে দিনের বেলায় ‘পদযাত্রা’, রাতের বেলায় ‘এম্বেসিযাত্রা’। কিন্তু এ দেশে কোনো কূটনীতিক কাউকে ক্ষমতায় বসাতে পারে নাই, পারবেও না।’
দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশের অংশ হিসেবে আজ শনিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুর উচ্চবিদ্যালয় মাঠে ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে’ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রচারমন্ত্রী বলেন, এই দেশের ক্ষমতার মালিক জনগণ। আওয়ামী লীগ সব সময় জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। আগামী নির্বাচনেও জনগণের রায় নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে আবার সরকার গঠন করবে।
আগামী নির্বাচনেও বিএনপির কোন সম্ভাবনা নেই, তা বুঝতে পেরে দলটির নির্বাচন ভীতি পেয়ে বসেছে বলে মন্তব্য করেন হাছান মাহমুদ। এখন সবাইকে নিয়ে ঐক্য করে মাঝেমধ্যে বলে ৩২ দল, কখনো ১২ দল, কখনো ২২ দল, আবার বলে ৫৪ দল। আসলে বিএনপির জোট যে কত দলের, সেটা বলা মুশকিল।
‘আর বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তো নির্বাচন করতে পারবেন না, তাই তাঁরা নির্বাচনে গিয়ে মির্জা ফখরুলকে নেতা বানাতে চান না’ উল্লেখ করে তিনি বলেন ‘বিএনপি’র পতাকাটা তাঁরা মির্জা ফখরুল কিংবা অন্য কারও হাতে তুলে দিতে চান না। সেই কারণেই তাঁদের নির্বাচন ভীতি পেয়ে বসেছে। নির্বাচন বানচাল করার জন্য অতীতে যেমন ষড়যন্ত্র করেছে, এখনো সেই ষড়যন্ত্রের পথেই হাঁটছে বিএনপি।’




