যে আইড্রপে দৃষ্টিশক্তি হারালেন ৩ জন, মারা গেলেন ১ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৮:২৪ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: ভারতের চেন্নাই ফার্মার আইড্রপ EzriCare Artificial Tears চোখের দৃষ্টিশক্তি লোপ করে দিতে পারে এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন সিডিসি বাজার থেকে তুলে নেয়ার নির্দেশ দিয়েছে। সিডিসির বরাত দিয়ে আমেরিকার সংবাদপত্রসমূহ এই খবর দেয়।
খবরে বলা হয় ১২টি স্টেট থেকে এই আইড্রপ ব্যবহারে আক্রান্ত হওয়া, ৩ জনের দৃষ্টি হারানো ও একজনের মৃত্যুর খবর পাওয়ার পরপরই সিডিসি দ্রুত এই আইড্রপ ব্যবহার না করার অনুরোধ জানিয়ে যেসব ফার্মেসি এই আইড্রপ বিক্রি করে তাদের অবিলম্বে বিক্রি নিষিদ্ধ করার নির্দেশ দেয়।
উল্লেখ্য, ইজরিকেয়ার আর্টিফিশিয়াল টিয়ার্সের সবচেয়ে বেশি বিক্রেতা ওয়ালমার্ট ও আমাজন।
CNN—
The US Centers for Disease Control and Prevention is urging health care providers and consumers to stop using EzriCare Artificial Tears as it conducts an investigation into at least 55 infections in 12 states that have led to instances of permanent vision loss, hospitalization and one death.
প্রাপ্ত সংবাদ অনুযায়ী নিউইয়র্কসহ ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানেকটিকাট, ফ্লোরিডা, নিউজার্সি, নিউ মেক্সিকো, নেভাডা, টেক্সাস, ইউটাহ, ওয়াশিংটন ও উইসকনসিন স্টেটে ৫৫ জন মানুষ উক্ত আইড্রপের ব্যাকটেরিয়ায় আক্রান্ত হন। সিডিসির এ্যান্টি মাইক্রোবায়াল রেজিসটেন্স টিম এনবিসি নিউজকে জানায় এই ইনফেকশনের কারণ তদন্ত করছে তারা।
ইতোমধ্যে প্রস্তুতকারক কোম্পানিও এ ড্রপ বাজারে দেওয়া বন্ধ করেছে।
সিডিসি অনুরোধ জানিয়েছে, যারা এই আইড্রপ ব্যবহার করেছেন তারা যেন অবিলম্বে তা বন্ধ করে চোখের চিকিৎসকের শরণাপন্ন হন। এখন পর্যন্ত এই আইড্রপের কারণে কত মানুষ আক্রান্ত হয়েছেন তার চূড়ান্ত হিসাব পাওয়া যায়নি।




