ব্রিটিশ রাজা চার্লস ও কুইন কনসোর্ট বাংলা টাউনে আসছেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩১:০৫ অপরাহ্ন
লন্ডন অফিস: ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসোর্ট কেমিলা পূর্ব লন্ডনের বাংলা টাউন আসছেন আগামী ৮ ফেব্রুয়ারি বুধবার।
তাঁরা বাংলা টাউনের আলতাব আলী পার্ক ও ব্রিকলেন পরিদর্শন করবেন। ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন (বিবিপিআই) এর প্রতিষ্ঠাতা আয়েশা কোরেশি এমবিই জেপি এবং কাউন্সিলার আবদাল উল্লাহ এই সফরের আয়োজন করছেন।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, ব্রিকলেন বিজনেস অ্যাসোসিয়েশন এবং ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের পার্টনারশিপে বিবিপিআই এই সফরকে সফল করতে কাজ করছে।
জানা যায়, বাংলা টাউন সফরকালে কিং চার্লস এবং কুইন কনসোর্ট কমিউনিটির সেইসব প্রবীণদের সাথে সাক্ষাত করবেন, যারা ৭০ দশকের বর্ণবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
তাছাড়া কোভিড-১৯ এর ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কে জানতে তাঁরা স্থানীয় চ্যারিটি সংস্থা এবং ব্যবসায়ীদের সাথেও কথা বলবেন। এসময় কিং ও কুইন কনসোর্ট কেমিলাক বিবিপিআই জামদানি নেটওয়ার্কের নারীদের সাথে পরিচয় করিয়ে দেয়া হবে, যারা স্থানীয়, জাতীয় এবং বিশ্বব্যাপী কমিউনিটি উন্নয়নে অসাধারণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ব্রিকলেন মসজিদ পরিদর্শনের মাধ্যমে কিং চার্লস ও কুইন কনসোর্ট তাদের বাংলা টাউন পরিদর্শন কর্মসূচীর সমাপ্তি টানবেন। ঐসময় ব্রিকলেন মসজিদ ভবনের ইতিহাস কিং ও কুইন কনসোর্টকে জানানো হবে বলে বিবিপিআই জানিয়েছে।
বিবিপিআই প্রতিষ্ঠাতা কাউন্সিলার আব্দালউল্লা বলেন, ‘ব্রিটিশ বাংলাদেশীদের কাছে ব্রিকলেন শুধু একটি রাস্তাই নয়, এরচেয়েও অনেক বেশি কিছু। কিং দম্পতির ব্রিকলেন পরিদর্শনের খবরে আমরা খুবই আনন্দিত। আমরা তাদের সাথে আমাদের ইতিহাস ও সংস্কৃতির গল্প ভাগাভাগি করার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষায়।’
উল্লেখ্য, বাঙালি অধ্যুষিত বর্তমান ‘স্পিটাল্ডফিল্ড অ্যান্ড বাংলা টাউন’ নামটি টাওয়ার হ্যামলেটস বারার শুধুমাত্র স্পিটাল্ডফিল্ড ওয়ার্ড হিসেবেই পরিচিত ছিল আগে।বাঙালিদের অব্যাহত সফলতার প্রথম পদক্ষেপ এই যে স্পিটাল্ডফিল্ডের সাথে যোগ হয় ‘বাংলা টাউন’ নামটি। অর্থাৎ শাব্দিকভাবেও বাংলা যুক্তরাজ্যের রাষ্ট্রীয় স্বীকৃতি পায় প্রথম ১৯৯৯ সালে। এর আগে ১৯৮২ সালে একজন কাউন্সিলার নির্বাচিত হবার মধ্য দিয়ে শুরু হয় যাত্রা এই এলাকায়। মূলধারার দলগুলোর অবজ্ঞাকে পরোয়া না করে বাংলা টাউনে বিদ্রোহ করেছিলেন নুরুল ইসলাম। স্বতন্ত্র হিসেবে কাউন্সিলার নির্বাচিতও হয়েছিলেন তিনি বাঙালিদের এলাকায়। বাঙালিদের ঐক্য তখন ভিত তৈরি করে দেয় মূলধারার রাজনীতিতে। তারপর তিল তিল করে গড়ে ওঠা কমিউনিটির প্রতিনিধি ব্রিটিশ পার্লামেন্টে গিয়েছে। ইতিহাস সৃষ্টি হওয়া টাওয়ার হ্যামলেটস্ এ প্রথম নির্বাচিত মেয়র ঐ বারায় বাঙালি হয়েছেন।
বাংলা টাউনের প্রধান জায়গাটি ব্রিকলেনকে কেন্দ্র করে। সেখানে লাখো মিলিত হন প্রতিবছর বৈশাখি মেলায়। ব্রিকলেন ইংরেজী সাহিত্যের এক উজ্জ্বল পটভূমি। ব্রিটেনের সেরা দশটি উপন্যাসের একটি ‘ব্রিকলেন‘কে কেন্দ্র করে নির্মিত হয়েছে ফিল্ম ‘ব্রিকলেন’।