বিএএন কানাডার আনুষ্ঠানিক উদ্বোধন হলো
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫১:২৩ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: বিশ্বের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের সবচেয়ে বড় শিকার হবে বাংলাদেশ। আর তা থেকে উত্তরণের জন্য প্রবাসে থাকা বাংলাদেশি বিশেষজ্ঞদের অভিজ্ঞতা এবং নেটওয়ার্ক কাজে লাগানোর তাগিদ দিয়েছেন কানাডায় বসবাসরত পরিবেশ বিশেষজ্ঞরা।
সোমবার টরন্টোর বাঙালি অধ্যুষিত ফাইভ মেসি স্কোয়ার মিলনায়তনে ‘বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্কের কানাডা চ্যাপ্টার’ (বিএএন কানাডা) উদ্বোধনী অনুষ্ঠানে এসব মতামত তুলে ধরেন প্রবাসী বিশেষজ্ঞরা।
এদিকে পরিবেশ উন্নয়নে প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞদের সংযুক্ত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয় বাংলাদেশি এনভায়রমেন্ট নেটওয়ার্ক। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে এই সংগঠনটি সক্রিয় আছে। এবার কানাডায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল।
ড. মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন- পরিবেশ বিজ্ঞানী ড. মনিরুল মির্জা, সেভ আওয়ার এনভায়রনমেন্ট কানাডার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. একেএম সাইদুজ জামান, বাংলাদেশ কানাডা কমিউনিটি সার্ভিসেসের নির্বাহী পরিচালক ড. নাসিমা আক্তার।
নতুন দেশের প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সংগঠনের সমন্বয়ক অধ্যাপক টিটো খন্দকার, অধ্যাপক ড. সুজিত দত্ত, ড. তারিক আলী, সোলায়মান তালুত রবিন, বিজ্ঞান লেখক স্বপন বিশ্বাস, জান্নাতুল ইসলাম, সোপা রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে সরকারি-বেসরকারি সংস্থা ও বিশেষজ্ঞদের পাশাপাশি প্রবাসীদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। সম্মিলিত উদ্যোগের তাগিদ দেন তারা।