নিউইয়র্ক: সিলেট সদর থানা এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৩, ৫:১৩:৪০ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক’র কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে । স্থানীয় সময় সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় জ্যামাইকার মতিন রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আব্দুল মালেক খানের (লায়েক) সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আর.সি টিটোর পরিচালনায় সভায় কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি জয়ন্ত কুমার চক্রবর্তী, শরিফুল খালিসদার , সহ সম্পাদক সামুন মাহমুদ, কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ আবদার, দপ্তর সম্পাদক অপু সিং, সাহিত্যও সাংস্কৃতিক সম্পাদক শামিম আহমদ সাহার, সদস্য হারুন রশীদ মামুন প্রমুখ।
সভায় সংগঠনের সম্মানিত ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ীদের নিয়ে একটি শক্তিশালী উপদেষ্টা ও ট্রাস্টি বোর্ড গঠনকল্পে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও সংগঠনের ভবিষ্যত কর্মসূচি ও কার্যপ্রণালী নিয়ে সভায় উপস্থিত সদস্যবৃন্দ বিভিন্ন দিক নির্দেশনা ও পরিকল্পনা উপস্থাপন করেন ।