যুক্তরাষ্ট্র: সাউথ হিকসভিল রোটারি ক্লাবের উইন্টার ব্লাংকেট বিতরণী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৩, ১০:০৩:৪৬ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডের রোটারি ক্লাব অব হিকসভিল সাউথের উদ্যোগে গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় বিনামূল্যে শীতকালের কম্বল বিতরণ কর্মসূচী পালিত হয় হিকসভিল কম্যুনিটি সেন্টারে।
এ প্রজেক্টটির পাঁচ সদস্যর কমিটিতে রয়েছেন বিশিষ্ট ফিনানশিয়াল এডভাইজার ও কলামিস্ট মিজান রহমান, রুপম মাইনি, ক্দ্দুুস মোহাম্মদ, আর্জেন ভাটিজা ও হালডুন ইয়াভাস। বর্তমান ক্লাব প্রেসিডেন্ট রিজওয়ান কুরেশি এবং প্রেসিডেন্ট ইলেক্ট ও প্রজেক্ট চেয়ার মিজান রহমানের যৌথ নেতৃত্বে এই ব্লাংকেট বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের সাথে উপস্থিত ছিলেন ন্যাসাউ কাউন্টির মাইনোরিটি এফেয়ার্সের এক্সিকিউটিভ ডিরেক্টর লাইওলেনল চিটি, নিউইয়র্ক স্টেট সিনেটর স্টিভেন রোডস, ন্যাসাউ কাউন্টি লেজিসলেটর রোজ মেরি ওয়াকার, টাউন অব ওয়েস্টার বে’র সাউথ এশিয়ান এডভাইজরি বোর্ডের চেয়ারম্যান হ্যারি মালহোত্রা প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় ৪৫০ জনের হাতে উইন্টার ব্লাংকেট বা কম্বল তুলে দেয়া হয় ১০টি চ্যারিটি প্রতিষ্ঠানের মাধ্যমে।
অনুষ্ঠানের জন্য এর আগে উল্লেখযোগ্য অংকের ফান্ড রেইজ করা হয়। অতিরিক্ত অর্থ এর পরের কার্যক্রম উইন্টার কোট ও জ্যাকেট প্রজেক্টের খাতে ব্যয় করা হবে বলে মিজান রহমান জানান। উইন্টার কোট ও জ্যাকেট বিতরণী হবে আগামী ২/৩ সপ্তাহের মধ্যে।