বৃহত্তর ওয়াশিংটন ঢাবি এলামনাই ফোরামের নতুন কমিটির শপথ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৩, ৯:০৪:২৬ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও মেরিল্যান্ডের ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই ফোরামের (ডুয়াফি) ২০২৩-২০২৪ বছরের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান ২১ জানুয়ারি শনিবার সন্ধ্যায় মেরিল্যান্ডের পোটোম্যাকের হারবার্ট হোভার মিডল স্কুলে সম্পন্ন হয়েছে।
ড. এ কাইয়ুম খান প্রেসিডেন্ট এবং ইরাজ তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ড. ইসরাত সুলতানা মিতা ভাইস প্রেসিডেন্ট, নাজমুল হক রনি যুগ্ম সম্পাদক এবং আহসান কবির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ওয়াহেদ হোসাইনি সহ ড. আরিফুর রহমান এবং ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের আন্তর্জাতিক সম্প্রচারক আনিস আহমেদ নবনির্বাচিত এই পরিষদের শপথ বাক্য পাঠ করান।
নবনির্বাচিত সভাপতি কাইয়ুম খান ডুয়াফির কার্যক্রম আরো বাড়িয়ে একে একটি পেশাজীবী যোগাযোগ সংগঠনে পরিণত করার পাশাপাশি নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরো দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনের সকল কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ২০২৩-২৪ সালে ডুয়াফির কমিউনিটি সার্ভিস এবং সমাজকর্ম, অভিবাসনের ওপর কর্মশালা আয়োজন, পারিবারিক পাওয়ার অব অ্যাটর্নি সেবা প্রদান, গৃহহীনদের জন্য চ্যারিটি প্রদান, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের ওপর কর্মশালা আয়োজন, ডুয়াফি পরিবারের জন্য আউটডোর আনন্দ-বিনোদন আয়োজন, ডুয়াফি পিকনিক আয়োজন, ডুয়াফি ডে উদযাপন, ডুয়াফির লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এর লোগোর উন্নয়ন করা, স্বাধীনতা দিবসের গল্প বলা ইত্যাদি অনুষ্ঠান আয়োজন অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়।
এর আগে বিগত বছরে ডুয়াফির যেসব সদস্য ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।