নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা পদত্যাগের ঘোষণা যেভাবে দিলেন (ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৩, ১০:৫১:৪০ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন (৪২) পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী মাসের ৭ ফেব্রুয়ারি তিনি দায়িত্ব থেকে সরে যাবেন। দেশটির পরবর্তী জাতীয় নির্বাচন আগামী ১৪ অক্টোবর। তিনি নির্বাচনে দাঁড়াবেন না বলে জানিয়েছেন।
২০১৯ সালে নিউজিল্যাণ্ডের ক্রাইস্টচার্চের নূর মসজিদে বর্ণবাদী হামলার ঘটনা সামাল দিতে যে দরদি প্রয়াস নিয়েছিলেন, তাতে বিশ্ববাসীর নজর কেড়েছিলেন জেসিন্ডা। আবেগাপ্লুত এ প্রধানমন্ত্রী কান্না চেপে আজ বৃহস্পতিবার নেপিয়ারে সাংবাদিকদের বলেন, ৭ ফেব্রুয়ারি হবে তার শেষ অফিস।
জেসিন্ডা আরডার্ন বলেছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব কঠিন হওয়ায় আমি সরে দাঁড়াচ্ছি না। যদি এমনটি হতো তাহলে ক্ষমতায় আসার দুই মাস পরই আমি সরে দাঁড়াতাম। আমার মনে হচ্ছে সাড়ে ৫ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে নিজের সবটুকু দিয়েছি। নতুন করে আর কিছু করার নেই। আর এ কারণে এমন সিদ্ধান্ত নিয়েছি।
আরডার্ন বললেন, প্রধানমন্ত্রী হিসাবে গত সাড়ে পাঁচ বছর ধরে একটা কঠিন সময় পার করেছি। দেশের কাজে যতটা পেরেছি সাহায্য করেছি। অনেকের ভালবাসা পেয়েছি। এবার আমায় সরে যেতে হবে।
২০১৭ সালে নিউজিল্যান্ডের জোট সরকারের প্রধানমন্ত্রী হন জেসিন্ডা। তবে ধারণা করা হচ্ছে, এ বছরের নির্বাচনে বেশ প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে তার দল।
এর আগে ২০২০ সালের নির্বাচনে লেবার পার্টির নেতা জেসিন্ডা আরডার্ন হারান ন্যাশনাল পার্টির প্রধান কলিন্সকে। সেটি ছিল নিউজিল্যান্ডের ৫৩তম পার্লামেন্ট নির্বাচন।
করোনাভাইরাস মহামারির সফল ব্যবস্থাপনার কারণে জেসিন্ডা দ্বিতীয় মেয়াদে জয় পান।
জেসিন্ডা জানান, আগামী রোববার পরবর্তী লেবার নেতা নির্বাচন করা হবে। পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। তিনি আশা করেন, তার নেতৃত্বে লেবার পার্টি আবার জয়ী হবে।




