মার্চের মধ্যে ঢাকা-রোম-টরেন্টো বাংলাদেশ বিমানের ফ্লাইট
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৩, ৩:১০:২৭ অপরাহ্ন
মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি: প্রবাসীদের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ প্রবাসীদের সহযোগিতার লক্ষ্যে গত শনিবার ১৪ জানুয়ারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউটে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপির সাথে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালীর নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
বাংলাদেশী ইতালী প্রবাসীর দীর্ঘদিনের দাবির পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালীর সভাপতি অলিউদ্দিন শামীম, সিনিয়র সহসভাপতি মাফিজুল ইসলাম রাসেল ও মহিলা বিষয়ক সম্পাদক আঁখি সীমা কাউছার।
মন্ত্রীর সাথে আলাপকালে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালীর নেতৃবৃন্দ জোরালোভাবে বলেন, আমাদের ইতালী প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ঢাকা-রোম রুটে বাংলাদেশী পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট পুনরায় চালু করার। গত ৮ বছর যাবত রোম-ঢাকা-রোম ফ্লাইট বন্ধ রয়েছে। মন্ত্রী তাদের কথা শুনে জানান, ইতালী প্রবাসী বাংলাদেশীদের কথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবেচনায় আছে। আগামী মার্চে মাসের মধ্যেই ঢাকা-রোম-টরেন্টো ফ্লাইট পরিচালনার পরিকল্পনা আছে।