১০ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে ভোটচোরেরা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ৩:৪৮:৫৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ১০ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে ভোটচোরেরা। তিনি বলেন, এখন আওয়ামী লীগের নেতারা ধরা পড়ছে। বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা দখল করে দুর্বৃত্তায়নের রাজনীতি চলছে।
বিদ্যুতের বর্ধিত মূল্য কমানো এবং ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগর বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশে আজ ১৬ জানুয়ারি সোমবার তিনি এসব কথা বলেন।
বিএনপির এ নেতা আরও বলেন, দেশকে গভীর গর্ত থেকে মূলপথে আনতে ২৭ দফা দেয়া হয়েছে। এসব দফার পরিপূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে পুনর্গঠন করা হবে। বিএনপির এই ২৭ দফা ধারণ করে জনগণের কাছে পৌঁছে দেয়ার তাগিদ দেন তিনি।
তিনি বলেন, আজকের এই বিশাল সভা দ্রব্যমূল্য কমানো সভা। বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতা ফিরিয়ে আনার। ভোটচোরদের হাতে দেশের অর্থনীতি। তারা ১০ হাজার কোটি টাকার প্রকল্পকে ৩০ হাজার কোটি টাকা বানায়। তারা বাংলাদেশের তহবিল শূন্য করছে। এই লুটপাট চলতে দেওয়া যাবে না আর।




