কয়েক সেকেন্ড পরেই স্বপ্ন পূরণ হতো, হল না, মারা গেলেন (ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ৩:০৭:০৪ অপরাহ্ন
১৬ বছর আগে, তিনি তার স্বামী দীপক পোখরেলকে হারান এ রকমই এক বিমান দুর্ঘটনায়
অনুপম নিউজ ডেস্ক: নেপালের পোখারা বিমানবন্দরে ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬৮ জন প্রাণ হারিয়েছেন। উড়োজাহাজটির যে দুই পাইলট মারা গেছেন তাদের একজন অঞ্জু খাটিবাডা।
তার স্বপ্ন মাত্র কয়েক সেকেন্ড পরেই পূরণ হতো। হলো না, মারা গেলেন। মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন তিনি। বিমানটির কো-পাইলট ছিলেন অঞ্জু। এই ফ্লাইটটি গন্তব্যে পৌঁছলেই তিনি পাইলট পদে উন্নীত হতেন। সামান্য সময় কতো বড় হয়ে যায় কারে জীবনে। সামান্য সময়ের ব্যবধানে এক হৃদয়বিদারক বিয়োগ রচনা হলো! বহু যাত্রীর সঙ্গে প্রাণ হারালেন তিনিও।
১৬ বছর আগে, তিনি তার স্বামী দীপক পোখরেলকে হারান এ রকমই এক বিমান দুর্ঘটনায়। তার স্বামীও ইয়েতি বিমানের কো-পাইলট ছিলেন। অঞ্জুর স্বামী দীপক প্রথমে সামরিক বাহিনীর হেলিকপ্টার চালাতেন। কিন্ত পরে ইয়েতি এয়ারলাইনসে যোগ দেন।
স্বামীর মৃত্যুর পর, তাঁর অধরা স্বপ্নকেই নিজের লক্ষ্যে পরিণত করেন অঞ্জু। জীবনের দিশা বদলে ফেলেন। আমেরিকায় গিয়ে পাইলট হওয়ার প্রশিক্ষণ নেন। ফিরে এসে যোগ দেন ইয়েতি বিমান সংস্থায়।
স্থানীয় এক সংবাদমাধ্যমে অঞ্জুর একজন আত্মীয় বলেন, পাইলট স্বামী ও স্ত্রীর পৃথক উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণ হারানোর এমন কাকতালীয় ঘটনা বিরল।
সিলেটি নাগরি ভাষার কাছাকাছি অহমিয়া (আসামিজ) ভাষার টিভি চ্যানেলের ভাষ্য-




