লন্ডনপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণসহ ৩৫ লাখ টাকা লুট
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ৪:০০:০৬ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: এক লন্ডনপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রাসহ ৩৫ লাখ টাকার জিনিসপত্র লুটে নেয়।
রোববার (১৫ জানুয়ারি) ভোররাত ৫টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের মালিবাগ এলাকায় হাজী আনোয়ার আলী প্রধানের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।
ডাকাতদের বাধা দিতে গিয়ে আনোয়ার আলী প্রধান ও তার স্ত্রী রওশন বেগম এবং তাদের লন্ডনফেরত ছেলে আসাদ চৌধুরী মঞ্জু আহত হন।
পরে খবর পেয়ে বন্দর থানা, সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি ধারালো দা, একটি বড় স্ক্রুড্রাইভার জব্দ করে।
হাজী আনোয়ার আলী বলেন, শনিবার রাতে খাবার খেয়ে রুমে ঘুমাতে যাই। রোববার ভোররাতে ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল অস্ত্র নিয়ে নিচতলার জানালা কেটে বাড়িতে প্রবেশ করে। পরে ডাকাত দল সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বাসার আলমারি থেকে ১০ ভরি স্বর্ণালংকার, মাদ্রাসার জমি রেজিস্ট্রির জন্য রাখা নগদ ২০ লাখ টাকা, ৫ লাখ টাকার ইউরো ও ব্রিটিশ পাউন্ড লুট করে নিয়ে যায়। ওই সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে আমি ও আমার স্ত্রী এবং ছেলে মঞ্জু আহত হন।
বন্দর থানার ওসি আবু বকর ছিদ্দিক বলেন, ঘটনাটি চুরি না ডাকাতি এখনো স্পষ্ট নয়। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থল থেকে ১টি স্কু ড্রাইভার, ১টি ধারালো দা জব্দ করা হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।