মেয়ের হাতে দিয়ে দিলেন বিখ্যাত ডিওর ব্রান্ড বিশ্বের সবচেয়ে ধনী লোকটি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৯:৪৮:২৬ অপরাহ্ন
বার্নার্ড আর্নল্ট ও তার মেয়ে ডেলফাইন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: বিখ্যাত ফ্যাশন ব্রান্ড ডিওর। বিলাসবহুল সামগ্রীর কোম্পানি। ফরাসি উচ্চারণ ডিও(র)। খুব দামী এ ব্রান্ডের পারফিউমগুলো। যেমন ‘জাদোর’ নামের পারফিউমটির দাম বাংলাদেশি টাকায় বিশ হাজার প্রায়। এই ব্রান্ডটি তার মেয়ের হাতে দিয়ে দিয়েছেন এলভিএমএইচের চেয়ারম্যান, বিশ্বের সবচেয়ে ধনী বার্নার্ড আর্নল্ট। এই ধনী লোকটির সম্পদের অর্থমূল্য ২১,২৫৪,১৬৮,৪০০,০০০ টাকা মানে ২০৪ বিলিয়ন ডলার।
এলভিএমএইচের দ্বিতীয় বৃহত্তম ব্র্যান্ড ক্রিশ্চিয়ান ডিওরের দায়িত্বভার নিজের মেয়ে ডেলফাইনের হাতে তুলে দিয়েছেন তিনি। এখন থেকে এই ব্র্যান্ডের যাবতীয় বাণিজ্যিক কাজকর্ম ডেলফাইন সামলাবেন। বুধবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এই রদবদলের ঘোষণা দেন। তিনি জানান, ডেলফাইন এখন থেকে ডিওরের সিইও-র দায়িত্ব পেলেন।
ডেলফাইন বার্নার্ড আর্নল্টের বড় মেয়ে। তিনি বর্তমানে লুই ভিটনের ভাইস প্রেসিডেন্ট। তিনি সেখানকার সব বাণিজ্যিক কাজ সামলানোর দায়িত্বে রয়েছেন। তিনি নতুন পদের দায়িত্বভার সামলাবেন আগামী ১ ফেব্রুয়ারি থেকে।
ডেলফাইন লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে পড়াশোনা করে ম্যানেজমেন্ট কনসালটেন্সি ফার্ম ম্যাকিনসেতে যোগদান করেছিলেন। ২০০০ সালে ডেলফাইন পারিবারিক ব্যবসায় যোগদান করেন। আর ২০০৩ সালে ডেলফাইন এলভিএইচএম বোর্ডের সদস্য হন। ডেলফাইনই ছিলেন প্রথম মহিলা যিনি বোর্ডের সদস্য হন। শুধু তাই নয়, তিনিই সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন যোগদানের সময়ে। বর্তমানে তিনি ৪৭ বছর বয়সী।
বর্তমানে বার্নার্ডের বয়স ৭৩ বছর হলেও কোম্পানিটিতে বিশেষ ক্ষমতাবলে ৮০ বছর পর্যন্ত প্রধান নির্বাহীর দায়িত্বে থাকতে পারবেন এই ধনকুবের।
ব্যক্তি জীবনে বার্নার্ড আর্নল্ট দুবার বিয়ে করেছেন এবং ৫ সন্তানের পিতা। আর্নল্টের পরিবারের প্রত্যেকেই তার প্রতিষ্ঠান এলভিএমএইচের সঙ্গে সম্পর্কিত। সম্প্রতি তার দ্বিতীয় সন্তান এন্টোনি ক্রিশ্চিয়ানকে ডয়েরের বড় দায়িত্ব দেন আর্নল্ট। প্রায় প্রতিদিনই অবসর সময়ে টেনিস খেলে সময় কাটান এই ধনকুবের।