বাহরাইন দূতাবাসে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৩, ৬:৫৭:২৬ অপরাহ্ন
আশফাক আহমেদ,বাহরাইন প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টায় দেশটির রাজধানী মানামা বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে পবিত্র কোরাআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও দূতালয় প্রধান মো. মহিউদ্দিন কায়েছের সঞ্চালনায় দিবসটি উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান ও প্রথম সচিব মো.ইলিয়াছুর রহমান।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের থার্ড সেক্রেটারি মো.তাছির উদ্দিনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও বাহরাইনে অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।