দেশে ফিরেছেন নূর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৩, ১:৫৬:৫৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: সৌদি আরবে ওমরাহ পালনের পর দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ইমিগ্রেশন শেষে সাড়ে ১২টায় এয়ারপোর্ট থেকে বের হন তিনি। এসময় কয়েকশ’ নেতাকর্মী এয়ারপোর্টে তাকে স্বাগত জানান। এরপর নুর বাসার উদ্দেশ্যে রওনা দেন বলে জানান গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ।
গণঅধিকার পরিষদের নেতারা জানিয়েছেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের গণঅবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল নুরুল হক নুরের। তবে কর্মসূচি আগেই শেষ হয়ে যাওয়ায় নুর সেখানে যাননি। কিছুক্ষণ পর গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফ করবেন তিনি।
ডিসেম্বরের শেষদিকে কাতারে যান নুর। পরে দুবাই হয়ে সৌদি আরব যান ওমরাহ করতে তিনি। এ সফরের মধ্যেই গত ২৯ ডিসেম্বর দুবাই থেকে জেদ্দা যাওয়ার পথে ফেসবুকে লাইভে এসে তিনি সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য দেন। এ সফরে তিনি দলের জন্য ফান্ড সংগ্রহ করছেন বলেও জানান। এরপর থেকেই তার এ সফর ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা।