যুক্তরাজ্যপ্রবাসী সিনিয়র সাংবাদিক অজয় পাল আর নেই
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৩, ১:৪০:০২ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্যপ্রবাসী সিনিয়র সাংবাদিক অজয় পাল আর নেই। শনিবার (৭জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।
গত বুধবার ব্রেন স্ট্রোক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
অজয় পাল বাংলাদেশের সিলেটে দৈনিক বাংলার বাণী, দৈনিক সংবাদ, দৈনিক দেশবাংলা ও দৈনিক বাংলাবাজার পত্রিকা ছাড়াও সিলেটের স্থানীয় দৈনিক সিলেট বাণী পত্রিকায় কাজ করেন। এছাড়া সাপ্তাহিক যুগভেরী, সিলেট সমাচার, দেশবার্তা ও সিলেটধ্বনি পত্রিকায় কাজ করেছেন দীর্ঘদিন। তিনি সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন।
২০০৮ সালে লন্ডন থেকে প্রকাশিত মাসিক হৃদয়ে বাংলাদেশ ম্যাগাজিনের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন অজয় পাল। সাংবাদিকতার সুবাদে ২০০১ সালে অজয় পাল কিউবার হাভানায় অনুষ্ঠিত ইন্টার–পার্লামেন্টারি কনভেনশনে বাংলাদেশ সংসদীয় দলের সঙ্গে সাংবাদিক প্রতিনিধি হিসেবে যোগ দেন। গীতিকার হিসেবেও তিনি পরিচিত ছিলেন।



