প্রবাসফেরত ভাইকে নিয়ে বাড়িফেরা হলো না সাদিয়া-সিহাবের
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৩, ৬:৫৭:৪১ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক: মালয়েশিয়ায় প্রবাস থেকে দীর্ঘদিন পর ফিরছিলেন আখলিসুর রহমান রাজু(২৮)। তাকে বিমান বন্দর থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন রাজুর ছোট ভাই শিহাব(১৩), বাবা নুরুল ইসলাম(৫০), বোন সাদিয়া(২১), বোনজামাই কমলগঞ্জের আব্দুস সালাম(৩২), ভাগ্নি সুলতানা(৪), স্বজন আনজব আলী(৫০) ও ড্রাইভার সাদির মিয়া(২৮)।
প্রবাসী রাজুদের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের মাদানগর গ্রামে। তারা ফিরছিলেন ঢাকা থেকে একটি ‘নোহা’ মাইক্রোবাসে। আজ শনিবার ৭ জানুয়ারি ভোররাতের দিকে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার মাধবপুরের শাহপুরে বালুবোঝাই ট্রাক, ‘নোহা’ মাইক্রোবাসটি ও পিকআপভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। ফলে ‘নোহা’ মাইক্রোবাসটির ৫ জন যাত্রী, অর্থাৎ প্রবাসফেরত রাজুর নিকটাত্মীয় ৫ জন নিহত হন। আহত হন রাজু ও রাজুর বাবাসহ ৪ জন। আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন, কুলাউড়ার হাজীপুরের মাদানগর গ্রামের নুরুল ইসলামের মেয়ে সাদিয়া সুলতানা কলি (২৬), জামাতা (সাদিয়ার স্বামী) আব্দুস সালাম (৩২), নাতনি হাবিবা সুলতানা (৪), ছোট ছেলে আতিকুর রহমান সিহাব (১৫) ও মাইক্রোবাস চালক উপজেলার পৃথিমপাশার আলীনগরের বাসিন্দা সাদির মিয়া (৩০)। আহতরা হলেন নুরুল ইসলাম (৫০), তাঁর বড় ছেলে প্রবাসী আখলিছুর রহমান রাজু, ভাতিজা নিশাত (১৮) ও তাদের স্বজন আনজব আলী (৫০)।
নুরুলের ভাগ্না আশরাফুল মামুন বলেন, আমার মামাতো ভাই রাজুর দেশে আসা নিয়ে পুরো বাড়িতে আনন্দ ছিলো। শুক্রবার বিকেলে একমাত্র মামাতো বোন সাদিয়া তাঁর স্বামী সন্তানকে নিয়ে বড় ভাইকে রিসিভ করতে ঢাকা বিমানবন্দরে রওয়ানা দেন। সাথে ছিলেন আমার মামা ও মামাত ভাই সিহাবসহ আত্মীয় স্বজন। ফেরার পথে মামাতো বোন, ভাই, বোন জামাই ও ভাগ্নি দুর্ঘটনায় মারা যায়।
দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জসিম মিয়া বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কুলাউড়ার হাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হেলাল আহমদ মুঠোফোনে বলেন, নুরুল ইসলামদের বাড়িতে আনন্দের বদলে শোকাচ্ছন্ন অবস্থা বিরাজ করছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




