গ্রেটার ঢাকা ক্লাব ইউকে-র বিজয় দিবস পালন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৩, ৪:০৪:৩৭ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, কৃষ্টি-কালচার ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে গত ২৭ ডিসেম্বর মঙ্গলবার গ্রেটার ঢাকা ক্লাবের উদ্যোগে পালন করা হয় মহান বিজয় দিবস ২০২২।
এতে সভাপতিত্ব করেন গ্রেটার ঢাকা ক্লাবের সভাপতি আলী আহমদ। সাধারণ সম্পাদক সফি উদ্দিন আলমগীরের পরিচালনায় তাঁজিম ভূঁইয়ার পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা শুরু হয়। সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা করেন বারকিং ডেগেনহাম কাউন্সিলর মঈন কাদরী, গ্রেটার ঢাকা ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির সম্মানিত সভাপতি এ্যাডভোকেট আবদুল হালিম বেপারী, গ্রেটার ঢাকা ক্লাবের প্রধান উপদেষ্টা জিল্লুর রহমান মান্নান, গ্রেটার ঢাকা ক্লাবের উপদেষ্টা গাজী বাদল, উপদেষ্টা অ্যাডভোকেট মনিরুজ্জামান, ব্যারিস্টার সাব্বির আহমেদ, গ্রেটার ঢাকা ক্লাবের সহসভাপতি ফারুক হোসেন, সহসভাপতি মুক্তার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সুমন সিকদার, যুগ্মসাধারণ সম্পাদক শমসের আকবীর পলাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, তথ্য ও প্রচার গবেষণা সম্পাদক শরিফুল ইসলাম শিবলু, আন্তর্জাতিক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, বাংলাদেশি ইতালিয়ান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন বাবুল, ইতালিয়ান বাংলাদেশি ইউকে অরগানাইজেশনের সভাপতি জহিরুল ইসলাম মৃধা, বৃহত্তর কুমিল্লা সোসাইটি ESSEXএর সভাপতি মাহবুব হাসান সাকিব, প্রজন্ম বিক্রমপুর ইউকের সভাপতি গাজী ফারুক, ঢাকা জেলা ডিভিশন এর সভাপতি ডক্টর তুষার, অল ইউরোপিয়ান বাংলাদেশি অ্যাসোসিয়েশন (GB) সাধারণ সম্পাদক আব্দুল জলিল খান, মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির সাধারণ সম্পাদক মোয়াজেম হোসেন সোহরাব, প্রজন্ম বিক্রমপুর ইউকে প্রমুখ।