বিয়ানীবাজার সদর ইউনিয়ন আ. লীগের সাবেক সভাপতি হাজী আব্দুস শুকুর মুত্যুতে শোক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৩, ১০:০৫:৫৪ অপরাহ্ন
বিয়ানীবাজার পৌরসভার ১নং শ্রীধরা ওয়ার্ড নিবাসী, বিয়ানীবাজার সদর ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস শুকুর ৩ জানুয়ারী মঙ্গলবার সকাল আনুমানিক ৬টায় শ্রীধরাস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে ও নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, তাঁর দুই ভাই আব্দুল কালাম, আব্দুল ছফুর সাদিক এবং দুই ছেলে খোরশেদ আলম ও মোরশেদ আলম এবং দুই মেয়ে লন্ডন প্রবাসী। তাঁর পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।
তাঁর জানাজার নামাজ গত ৩ জানুয়ারি মঙ্গলবার বাদ আসর শ্রীধরা-নবাং শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযার নামাজে বিয়ানীবাজার থনার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মরহুম হাজী আব্দুস শুকুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের উপদেষ্টা আলহাজ্ব আব্দুস সফিক, আলহাজ্ব বাজিদুর রহমান, ছরকুম আলী সোনা মিয়া, হুমায়ূন কবির, সাবেক সভাপতি রফিক উদ্দিন, বেলাল উদ্দিন, সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম, নজরুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, মোস্তাক আহমদ, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, বর্তমান কমিটির সভাপতি কবির মাহমুদ, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আমিনুর রহমান সেলিম, বর্তমান কমিটির কোষাধ্যক্ষ আব্দুল জলিল, বর্তমান কমিটির সদস্য আমিনুল ইসলাম লিটন, গোলাম রব্বানী, বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের সভাপতি আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. এমরান আহমদ, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল বাতিন, শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের ট্রাষ্টি আব্দুল কাদির, আব্দুল হান্নান, খায়রুল ইসলাম প্রমুখ।-বিজ্ঞপ্তি