ক্রিয়েটিং ড্রিমস ফাউন্ডেশন ইউকে-র অর্থায়নে মীরপুরে কম্বল বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৩, ৩:৩০:১৩ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: ক্রিয়েটিং ড্রিমস ফাউন্ডেশন ইউকে-র অর্থায়নে ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি ছালেহ আহমদের সার্বিক নির্দেশনায় এবং তরুণ সমাজসেবক জালাল আহমদের সার্বিক ব্যবস্থাপনায় জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের গরীব অসহায় প্রায় দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গত ৩১ ডিসেম্বর শনিবার বড়কাপন ও আধুয়া ইমদাদুল উলুম মাদ্রাসার মাঠে আয়োজিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়কাপন ও আধুয়া ইমদাদুল উলুম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন।
বড়কাপন ও আধুয়া ইমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি হামিদুল হক রহমানী ও মাওলানা তারেক আহমদের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হক শেরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াহাব, ইউপি সদস্য মোস্তাক আহমদ, বিশিষ্ট সমাজসেবক গুলজার আহমদ চৌধুরী, সাবেক মেম্বার আতিকুর রহমান, বড়কাপন ও আধুয়া ইমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আবুল খায়ের, পইলভাগ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা সচিব হাফিজ মাওলানা আতাউর রহমান রাজু।
এতে আরও উপস্থিত ছিলেন আধুয়া গ্রামের বিশিষ্ট মুরুব্বি ফয়জুল ইসলাম, আব্দুন নূর, আপ্তাব আলী, বাবুল মিয়া, লালন মিয়া সহ আর অনেকে। অনুষ্ঠানে শুরুতে কোরআনে কারিম থেকে তেলাওয়াত করেন হাফিজ রুমান আহমদ। পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।




