বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক জকিগঞ্জের শাহবাগে চিকিৎসা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৩, ২:১৪:০৩ অপরাহ্ন
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে এবং যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক কাওসার আহমেদ চৌধুরী’র সৌজন্যে মোশতাক চৌধুরী মেমোরিয়াল কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে ৩০ ডিসেম্বর শুক্রবার বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং ‘জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার’ স্ক্রীনিং সেবার আয়োজন করা হয়।
জকিগঞ্জ উপজেলার শাহবাগ বাজার সংলগ্ন ‘মোশতাক চৌধুরী মেমোরিয়াল কমিউনিটি ক্লিনিক’-এর শুভ উদ্বোধন উপলক্ষে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
দিনব্যাপী পরিচালিত উক্ত চিকিৎসা সেবা ক্যাম্পে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকমণ্ডলী কর্তৃক প্রায় আট শতাধিক রোগীকে সাধারণ চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এছাড়াও উক্ত ক্যাম্পে বিবাহিতা ৩০-৬০ বছর বয়সী প্রায় ২ শতাধিক মহিলাকে বিনামূল্যে ‘জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার’ স্ক্রীনিং সেবা প্রদান করা হয় এবং প্রায় ৩ শতাধিক রোগীর ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
মোশতাক চৌধুরী মেমোরিয়াল কমিউনিটি ক্লিনিক-এর শুভ উদ্বোধন ও বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কাওসার আহমেদ চৌধুরী’র সভাপতিত্বে পরিচালিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. হাফিজ আহমদ মজুমদার এমপি, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ ড. আহমেদ আল কবির, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী প্রমুখ।-বিজ্ঞপ্তি