ফেঞ্চুগঞ্জ: এনজিএফএফ স্কুলে বই উৎসব সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৩, ১০:১২:২৫ অপরাহ্ন
সিলেট অফিস: সারাদেশের মতো সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার স্বনামধন্য শাহজালাল এনজিএফএফ স্কুলের শিশু থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে নতুন বই দেওয়া হয়েছে। এ উপলক্ষে আজ ১ জানুয়ারি স্কুল প্রাঙ্গন ছিল উৎসবমুখর। নতুন বই পেয়ে উচ্ছসিত হয়েছে শিক্ষার্থীরা।
উল্লেখ্য, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)র উদ্যোগে সিলেটে সব মিলিয়ে প্রায় ৭২ লক্ষ নতুন বই দেওয়া হয়েছে। যদিও কোনো কোনো শ্রেণির শিক্ষার্থীরা সব বই পাননি। যেমন অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা দুটি করে পাঠ্যবই পেয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম বলেন, আমাদের কিছু বই এখনো বাকি আছে, যা ১৫ জানুয়ারির মধ্যে পৌঁছে যাবে বলে আমরা আশা করছি। দেশের সব উপজেলায়ই বই পৌঁছানো হয়েছে। সব শিক্ষার্থীর হাতেই নতুন বই তুলে দেওয়া হবে। সাধারণত প্রথম দিনেই সবাই স্কুলে আসে না। তাই যারা আসবে তাদের সবাই বই পাবে। কাগজ সংকটের মধ্যেও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, যত বেশি সম্ভব বই স্কুলে পৌঁছানোর।
বই উৎসব উপলক্ষে এনজিএফএফ স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের উপাধ্যক্ষ প্রণব কুমার সাহা তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বিশেষ মনোযোগ দেওয়ায় এবার নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া সম্ভব হয়েছে। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার প্রতি আন্তরিক থাকায় ২০১০ সালে যেখানে শিক্ষারত শিক্ষার্থী ছিল ৬৭%, ২০২৩ এসে তা প্রায় ৯৮%। উপাধ্যক্ষ প্রণব কুমার সাহা জানান, ২ জানুয়ারি থেকেই স্কুলে পাঠদান শুরু হচ্ছে।