শুরু হল ইংরেজি নববর্ষ ২০২৩, সবাইকে শুভেচ্ছা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৩, ২:৫২:০৪ অপরাহ্ন
নতুন ইংরেজি নববর্ষ ২০২৩ শুরু হল। বিগত বছরের সকল ভুল, ত্রুটি, চাওয়া, না পাওয়া সবকিছু পিছনে ফেলে আমাদের এগিয়ে যেতে হবে। যোগ আর বিয়োগ আমাদের জীবনে আছে। আমাদের রাজনীতি, সমাজনীতি ও উন্নয়নের গতিশীলতা স্থির করতে হবে ক্ষুদ্র স্বার্থ জলাঞ্জলী দিয়েই।
নতুন বছরে ইতিবাচক পথ বেছে নিতে হবে আমাদের রাজনীতিকদের। ব্যক্তি, দল বা গোষ্ঠীর অবিমৃষ্যকারিতার দ্বারা রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয় না আসুক।
এ কথা অসত্য নয় যে, গণতন্ত্র ও সুশাসনের যৌথ শপথে বিশ্বের অগ্রগতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশকেও এগিয়ে যেতে হবে।
সংঘাত ও সংঘর্ষকে পরিত্যাগ করে গণতন্ত্র ও সুশাসনকে সমুন্নত রাখার অঙ্গীকার করতে হবে। আশা ও শঙ্কার দোলাচলে যে নতুন বছর এসে গেল, তাকে মেঘমুক্ত করে আলোকিত ঠিকানায় পৌঁছে দেওয়ার দায় আমাদের সকলের।
সবাইকে ইংরেজি তথা গ্রেগরীয় নববর্ষের শুভেচ্ছা।
সম্পাদক