সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে-র বিজয় দিবস পালন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২২, ৫:১০:৫১ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে মহান বিজয় দিবস উপলক্ষে ২৯ ডিসেম্বর বিকালে লন্ডনের ব্রিকলেন জামে মসজিদের ২য় তলার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনটির নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খীরা এতে অংশগ্রহণ করেন। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি (বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি) অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আহবাব মিয়া। সভাটি পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি ছানাওর আলী কয়েছ।
ধর্ম সেক্রেটারী কারী মাওলানা মোঃ আবু সাদেকের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়। এতে মূল্যবান বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আহবাব মিয়া, জেনারেল সেক্রেটারি ছানাওর আলী কয়েছ, প্রধান উপদেষ্টা জামাল উদ্দীন মকদ্দুছ, সহসভাপতি কামরুজ্জমান চৌধুরী, সাবেক সভাপতি কাউন্সিলার ইকবাল হোসেন ভিপি, সহসভাপতি ব্যারিস্টার মিসবাহুর রহমান, সাবেক দুই ইউপি চেয়ারম্যান এডভোকেট নূরুল আমিন ও আব্দুর রব, সহসভাপতি খালেদ কামালী, সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি আবুল হাসনাত কয়েছ, উপদেষ্টা আলাউদ্দীন আহমদ মুক্তা, উপদেষ্টা আবু সুফিয়ান চৌধুরী ও রেদওয়ান খাঁন, মিজানুর রহমান হিরু, উপদেষ্টা জগম্বর আলী, জয়েন্ট সেক্রেটারি আবুল মুনসুর রুমেল, ধর্ম বিষয়ক সেক্রেটারি কারী মাওলানা মোঃ আবু সাদেক, জয়েন্ট সেক্রেটারি জুয়েল আহমদ, নির্বাচন কমিশন সদস্য আব্দুস সোবহান, আব্দুল করিম নান্নু ইসি মেম্বার, এডভোকেট আব্দুল মতিন, নির্বাচন কমিশন সদস্য মিলন আহমদ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন- মহান বিজয় দিবস হলো বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেওয়ার দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭১ এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসাবে বিজয়ের ৫১ বছর পূর্তির দিন আজ।
তাই বিজয়ের সুবর্ণজয়ন্তীতে হাজার বছরের শ্রেষ্ঠবাংগালী ,স্বাধীনতার স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ,মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এমএজি ওসমানী, সকল সেক্টর কমান্ডরসহ সকল শহীদদের আত্মার প্রতি বিন্ম্র শ্রদ্ধা, সম্ভ্রমহারা মা বোনদের, দেশবিদেশে অবস্থানরত বীর মুক্তিযাদ্ধা, জনগণ ব্যক্তি ও প্রতিষ্ঠান ও রাষ্ট্র এবং আপামর জনসাধারণ যারা নিজ নিজ অবস্থান থেকে স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য ও সহযোগিতা করেছেন – তাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন বক্তারা। -বিজ্ঞপ্তি