বাংলাদেশের দরিদ্রের প্রকৃত তথ্য মার্চে মিলবে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২২, ১১:০৯:২৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: দেশের দারিদ্র্য হারের প্রকৃত চিত্রসহ আর্থ-সামাজিক খাতের অনেক হালনাগাদ তথ্য পাওয়া যাবে পরবর্তী তিন মাসের মাথায়।
দীর্ঘ ৬ বছর পর আগামী মার্চ মাসের শেষদিকে মিলবে ‘খানা আয় ও ব্যয় জরিপ-২০২২’-এর কি ফাইন্ডিং। এছাড়া এপ্রিলে দেওয়া হবে প্রাথমিক প্রতিবেদন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রকাশ পাবে চূড়ান্ত প্রতিবেদন।
এ জরিপের মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের কাজ শেষ হচ্ছে আজ। চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশব্যাপী তথ্য সংগ্রহের কাজ শুরু করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এবারের তথ্য সংগ্রহের কাজে আনা হয়েছে ব্যাপক সংস্কার। যুক্ত করা হয়েছে নতুন নতুন পদ্ধতি। এতে মাঠের তথ্য আর বাস্তবতার মধ্যে খুব বেশি ফারাক থাকবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এ প্রসঙ্গে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন বলেন, আমরা আন্তরিকতা দিয়ে কাজ করে যাচ্ছি। আশা করছি এবার যেসব তথ্য উঠে আসবে সেগুলো অনেক বেশি সঠিক ও বাস্তবতার কাছাকাছি থাকবে। তিনি জানান, আগামী মার্চের মধ্যেই বেশ কিছু হালনাগাদ তথ্য দিতে পারব।
করোনা মহামারির পর দেশের দরিদ্র পরিস্থিতি কী অবস্থায় আছে সেটি উঠে আসবে এই জরিপে। সঙ্গে থাকবে নানা তথ্যও। নারায়াণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বীরহাটাব গ্রামে তথ্য সংগ্রহকারী সাইফুল ইসলাম, ডালিয়া, এনামুল হক ও ফাতেমার সঙ্গে কথা হয় একজন সাংবাদিকের। তারা জানান, পূর্বনির্ধারিত একেকটি বাড়িতে তারা বছরে ২০ দিন করে এসেছেন তথ্য সংগ্রহের জন্য।
১২৫ পৃষ্ঠার একটি প্রশ্নপত্রে পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য নিয়েছেন। যেসব সেকশনে তারা তথ্য নিয়েছেন সেগুলো হলো, খানার বা পরিবারের তথ্য, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং বেতন ও মজুরিভিত্তিক কর্মসংস্থানের অবস্থা। আরও আছে অকৃষি প্রতিষ্ঠান, গৃহসংক্রান্ত তথ্য, কৃষি, অন্য সম্পদ ও আয়, ভোগকৃত খাদ্যদ্রব্য, খাদ্যবহির্ভূত দ্রব্য ও সেবা।