জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের দাফন সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২২, ১১:৫৯:০৭ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেন।
জানাজা নামাজের ইমামতি করেন, হাফিজ নাফিজ আহমেদ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ।
তার আগে চেয়ারম্যান আকমল হোসেনের কর্মময় জীবনের উপর আলোকপাত করে এবং শোক প্রকাশ করে বক্তব্য দেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বিশ্বনাথ-বালাগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল কাশেম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী, উপজেলা পরিষদের অ্যাসোসিয়শনের সভাপতি তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রশিদ ভুঁইয়া, শ্রীরামসি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাজের আলী, প্রয়াতের ভাই আবাব হোসেন, ছেলে মুক্তাকীন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, স্থানীয় মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, লুৎফুর রহমান, হাজী আব্দুল জব্বার, বদরুল ইসলাম, মুক্তাদীর আহমদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, আওয়ামী লীগ নেতা ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমএ মতিন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রলীগের সভাপতি দ্বীপঙ্কর কান্তি দেব, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীর, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সোমরাত রাত দেড়টায় দেশের রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৫ ছেলে ৪ মেয়ে রেখে গেছেন। আকমল হোসেন গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় গিয়েছিলেন। সেখানে আকস্মিক অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি গত ৮ ডিসেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করেন।